ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

ব্যক্তিগত কিছু নেই, বাংলাদেশকে আমরা অত্যন্ত সম্মান করি: অশ্বিন

ক্রীড়া প্রতিবেদক, চেন্নাই থেকে || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৩, ২০ সেপ্টেম্বর ২০২৪   আপডেট: ২১:৩৮, ২০ সেপ্টেম্বর ২০২৪
ব্যক্তিগত কিছু নেই, বাংলাদেশকে আমরা অত্যন্ত সম্মান করি: অশ্বিন

চীপকে বাংলাদেশের সুন্দর সকাল মাটি করে দেন রবীচন্দ্রন অশ্বিন। দুর্দান্ত এক সেঞ্চুরিতে ম্যাচের নাটাই নিয়ে নেন নিজেদের হাতে। দুই বছর আগেও বাংলাদেশ সফরে কঠিন মুহুর্তে অশ্বিন ত্রাতা হয়ে আসেন। বাংলাদেশকে পেলেই তিনি কি জ্বলে ওঠেন?

চীপকে প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষে এমন প্রশ্নের মুখোমুখি হয়ে অশ্বিনের উত্তর, ‘আমি সব সময় বলে এসেছি প্রতিপক্ষ বাংলাদেশ বলে অবশ্যই নয় (পারফর্ম)। বাংলাদেশের সঙ্গে ব্যক্তিগত কিছু নেই।’

প্রথম দিন ভারত যখন ৬ উইকেট হারিয়ে ধুঁকছিল তখন রবীন্দ্র জাদেজাকে সঙ্গে নিয়ে ১৯৯ রানের অসাধারণ এক জুটি গড়েন। তুলে নেন সেঞ্চুরি। দ্বিতীয় দিনে এসে থামেন ১১৩ রানে। তাতে ভারত পেয়ে যায় ৩৭৬ রানের বড় সংগ্রহ।

আরো পড়ুন:

নিজের পারফরম্যান্সের ব্যাখা দিতে গিয়ে অভিজ্ঞ এই ক্রিকেটার বলেন, ‘একজন ক্রিকেটারের গর্ব হচ্ছে পারফরম্যান্স এবং জিততে চাওয়া। আপনি এর জন্য খেলেন। আমি উপভোগ করি এবং চাপকে গ্রহণ করি এতে কোন সন্দেহ নেই। ধারাবাহিকভাবে বলে এসেছি, আমি খেলাধুলা করতে পছন্দ করি, এটি একটি কারণ (কঠিন সময়ে পারফর্ম) হতে পারে।’

২০২২ সালে বাংলাদেশের মাটিতে দুই টেস্টেই অশ্বিন ফিফটির জুটি গড়েছিলেন। এবার নিজেদের মাটিতে প্রায় দুই’শ রানের জুটি গড়েন। টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে বাংলাদেশের বিপক্ষে অশ্বিনের গড় সবচেয়ে বেশি। ৭ ম্যাচে ৬৬.৬৩ গড়ে করেছেন ২৭০ রান। সেঞ্চুরি-ফিফটি ১টি করে। সর্বোচ্চ চীপকে ১১৩!

অশ্বিন বলেন, ‘আমার জন্য বর্তমানে থাকাটাই মুখ্য এবং  অতীতের অভিজ্ঞতা ব্যবহার করে কঠিন মুহুর্তে লড়তে পারা।’

প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশকে সম্মান করার কথাও বলেছেন এই অলরাউন্ডার, ‘আমি সবসময় বলেছি, বাংলাদেশ এমন একটি দল যা আমরা অত্যন্ত সম্মান করি এবং তারা অনেক দূর এগিয়েছে। তারা এই সময়ে খুবই অভিজ্ঞ। সম্ভবত আপনি যদি দেখেন (ম্যাচ সংখ্যা যোগ করে) তারা আমাদের চেয়ে বেশি অভিজ্ঞ। আমি সংখ্যা সম্পর্কে নিশ্চিত নই, তবে তারা অভিজ্ঞতা পেয়েছে এবং আমরা অবশ্যই তাদের সম্মান করি।’

রিয়াদ/আমিনুল


সর্বশেষ

পাঠকপ্রিয়