ঢাকা     শনিবার   ২১ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ৬ ১৪৩১

বাংলাদেশ-ভারত টেস্ট সিরিজ ২০২৪

সরাসরি: জোড়া সেঞ্চুরিতে বাংলাদেশের লক্ষ্য ৫১৫

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৩, ২১ সেপ্টেম্বর ২০২৪   আপডেট: ১৩:৩৩, ২১ সেপ্টেম্বর ২০২৪
জোড়া সেঞ্চুরিতে বাংলাদেশের লক্ষ্য ৫১৫

:: সংক্ষিপ্ত স্কোর ::
ভারত ২য় ইনিংস: ২৩৪/৪ (৫৫.৩ ওভার)

বাংলাদেশ ১ম ইনিংস: ১৪৯/১০ (৪৭.১ ওভার)
ভারত ১ম ইনিংস: ৩৭৬/১০ (৯১.২ ওভার)

প্রায় দুই বছর পর ফিরে পন্তের সেঞ্চুরি
প্রায় দুই বছর পর টেস্ট খেলতে নেমেই সেঞ্চুরি তুলে নিলেন ঋষভ পন্ত। ৮২ রান নিয়ে লাঞ্চে যাওয়া পন্ত দ্বিতীয় সেশনের চতুর্থ ওভারে সাকিব আল হাসানের বলে ২ রান নিয়ে পূর্ণ করেন টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি।

পন্ত সেঞ্চুরি করেছেন ঝড়ো গতিতে। আক্রমণাত্মক হতে গিয়ে অবশ্য উইকেটও বিলিয়ে দিতে হয়েছে তাকে। মিরাজের বলে ফিরতি ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে যান এই ব্যাটার। ১২৭ বলে ১০৯ রানের ইনিংস খেলেন পন্ত।

ক্রিজে নতুন ব্যাটসম্যান লোকেশ রাহুল। ১৪৪ বলে ৮৮ রানে অপরাজিত শুবমান গিল।

৫৬ ওভারে ভারতের সংগ্রহ ৪ উইকেটে ২৩৪ রান।

শান্তর ক্যাচ মিস, রান পাহাড়ে উঠে মধ্যাহ্ন বিরতিতে ভারত
চেন্নাইয়ে তৃতীয় দিন সকালে ভারতের লক্ষ্য ছিল রান বাড়িয়ে নেওয়া। সেই কাজে শতভাগ সফল হয়েছে রোহিত শর্মার দল। মধ্যাহ্ন বিরতির আগে রান পাহাড়ে উঠে বসেছে তারা। এই কাজে নেতৃত্ব দিয়েছেন দুই অপরাজিত ব্যাটার শুভমান গিল ও ঋষভ পন্ত।

গিল ও পন্ত মিলে সকালের শুরুতেই বাংলাদেশের বোলারদের ওপর চড়াও হন। দুজনেই তুলে নেন ফিফটি। দুই তরুণের ফিফটিতে ভর করে দ্বিতীয় ইনিংসে এখন পর্যন্ত ভারতের সংগ্রহ ৫১ ওভারে ৩ উইকেট হারিয়ে ২০৫ রান। লিড ৪৩২ রানের।

গিল ১৩৭ বলে ৮৬ রানে ও পন্ত ১০৮ বলে ৮২ রানে অপরাজিত আছেন।  

শান্তর ক্যাচ মিস
শান্ত ক্যাচটা হাত থেকে ফেলতেই অনেকের বিস্ময়সূচক প্রশ্ন, এমন ক্যাচও মিস হয়? হয় না। তবে শান্ত যেটা করলেন সেটা হয়ে গেছে। এ ছাড়া কোনো উত্তর বোধহয় শান্ত দিতে পারতেন না। 

৪৯তম ওভারে সাকিবের বলে মিডউইকেট দিয়ে উড়িয়ে মারতে গিয়ে টাইমিংয়ে গড়বড় করে ফেলেন পন্ত। বল উঠে যায় আকাশে। বলের ঠিক নিচে দাড়িয়েও সেটা হাতে রাখতে পারলেন না শান্ত।

শান্ত ক্যাচটি মিস করার পর ভারতীয় ড্রেসিংরুমে রবীন্দ্র জাদেজা ক্যাচটি কীভাবে নেওয়া যেতো তা নিজেই একবার ‘ট্রায়াল’ দিয়ে দেখলেন। রোহিত পাশ থেকে কিছু একটা বলেছেন।

পন্তের ফিফটি
বাংলাদেশের বোলারদের পাত্তাই দিচ্ছেন না ররষভ পন্ত ও শুভমান গিল। গিল ফিফটি তুলে নিয়েছিলেন আগেই। এবার ফিফটি তুলে নিলেন পন্ত। দারুণ ব্যাটিংয়ে টেস্ট ক্যারিয়ারের ১২তম ফিফটি করলেন এই উইকেটকিপার ব্যাটার।

চেন্নাইয়ে সময়ের সঙ্গে সঙ্গে স্পিন ধরে। তাই সকালের শুরুতেই আক্রমণে স্পিন এনেছিলেন শান্ত। তবে মিরাজ একা এক প্রান্ত থেকে তেমন ইফেক্ট ফেলতে পারলেন না। উল্টো তার উপর চড়াও হয়ে রান তুলে নিচ্ছেন গিল-পন্ত।

৪৪ ওভারে ভারতের সংগ্রহ ৩ উইকেটে ১৫১ রান। লিড বেড়ে ৩৭৮ রান। গিল ১১৫ বলে ৬৫ ও পান্ত ৮৮ বলে ৫০ রানে অপরাজিত। দুজনের জুটির সংগ্রহ ৮৪ রান।

গিল-পন্ত জুটিতে বাংলাদেশের কপালে দুশ্চিন্তার ভাঁজ
চেন্নাই টেস্টে বাংলাদেশের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছেন শুভমান গিল ও ঋষভ পন্ত। দুজন মিলে দারুণ ব্যাটিংয়ে বাংলাদেশের কপালে এঁকে দিচ্ছেন দুশ্চিন্তার ভাঁজ। ভারতও বাড়িয়ে নিচ্ছে লিড।

এখন পর্যন্ত সাড়ে তিনশ ছাড়িয়েছে লিড। দুজন এগিয়ে যাচ্ছেন চারশর দিকে। প্রথম ঘণ্টার ১৫ ওভারে ৪৮ রান করেছেন গিল ও রিশাভ পান্ত। সব মিলিয়ে ৩৮ ওভারে ভারতের সংগ্রহ ৩ উইকেটে ১২৯ রান। তাদের লিড এখন ৩৫৬ রান।

গিল ৯৯ বলে ৫৭ ও পান্ত ৬৮ বলে ৩৬ রানে অপরাজিত। 

গিলের ফিফটি, চাপ বাড়ছে বাংলাদেশের
ক্রিজে আসার পর থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলছিলেন শুভমান গিল। দেখেশুনে আক্রমণ করে যাচ্ছিলেন। তৃতীয় দিন সকালেই তুলে নিলেন ফিফটি।

মেহেদি হাসান মিরাজের ওভারে দুই ছক্কায় পঞ্চাশ স্পর্শ করেন গিল। পন্ত অন্য প্রান্তে ২৫ রানে অপরাজিত।

দ্বিতীয় ইনিংসে ভারতের সংগ্রহ ৩০ ওভার শেষে ৩ উইকেটে ১১৪। লিড ৩৪১ রানের।

তৃতীয় দিনের খেলা শুরু
চেন্নাই টেস্টের তৃতীয় দিনের খেলা শুরু হয়েছে। দ্বিতীয় দিন শেষে এগিয়ে রয়েছে ভারত। বাংলাদেশের ঘাড়ে লিডের ভার। আজ সেটা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। নিজেদের দ্বিতীয় ইনিংসে ২৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ৮১ রান তুলে দিন শেষ করেছে ভারত। তাদের লিড ৩০৮ রানের।

রোহিত শর্মা (৫), যশস্বী জয়সওয়াল (১০) ও বিরাট কোহলি (১৭) আউট হয়েছেন। শুভমান গিল ৩৩ ও ঋষভ পন্ত ১২ রানে অপরাজিত আছেন। তারা দুজন আজ তৃতীয় দিনে ব্যাট করতে নামবেন।

ঢাকা/বিজয়


সর্বশেষ

পাঠকপ্রিয়