ঢাকা     শনিবার   ২১ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ৬ ১৪৩১

‘আঙুলের সমস্যায়’ ভারতের বিপক্ষে কম বোলিং করেন সাকিব 

ক্রীড়া প্রতিবেদক, চেন্নাই থেকে || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৯, ২১ সেপ্টেম্বর ২০২৪   আপডেট: ১৪:৪১, ২১ সেপ্টেম্বর ২০২৪
‘আঙুলের সমস্যায়’ ভারতের বিপক্ষে কম বোলিং করেন সাকিব 

মুরালি কার্তিকের সঙ্গে আলাপরত সাকিব । ছবি; রাইজিংবিডি

ভারতের বিপক্ষে সিরিজ শুরুর আগে কাউন্টিতে খেলেছিলেন সাকিব আল হাসান। সারের হয়ে সেই ম্যাচে দুই ইনিংসে ৬৩.২ ওভার বোলিং করেছিলেন। অথচ ভারতের বিপক্ষে প্রথম ইনিংসে মাত্র ৮ ওভার বোলিং করেছেন। দ্বিতীয় ইনিংসে এখন পর্যন্ত করেছেন ১১ ওভার। 

বল হাতে সাকিবকে কেন কম দেখা যাচ্ছে? চিপকে প্রথম টেস্টের তৃতীয় দিন শুরুর আগে সাকিবকে এমন প্রশ্ন করেছিলেন সম্প্রচারকারী চ্যানেল স্টার স্পোর্টসের ধারাভাষ্যকার মুরালি কার্তিক। সাকিব তাকে জানিয়েছেন, আঙুলে সমস্যার কারণে বোলিংয়ে কম আসছেন। 

তৃতীয় দিন প্রথম সেশন চলাকালীন সাকিবের বোলিং প্রসঙ্গে মুরালি ধারাভাষ্যে বলেন, ‘তাকে দীর্ঘদিন ধরে চিনি আমি। তার কাছে গিয়ে জিজ্ঞেস করেছিলাম যে, কী কারণে সে কম বোলিং করছে? সে আমাকে যে কথাটা বলেছে, (একজন স্পিনার হিসেবে)। আমি সেটা পুরোপুরি বুঝতে পারছি’

‘তার বাম হাতের তর্জনীতে একটা সার্জারি করা আছে। সেটি এখন ফুলে গেছে, শক্ত হয়ে আছে। কোনো নড়াচড়া বা নমনীয়তা নেই। সে আঙুলে ভালো অনুভব করছে না। স্পিনার হিসেবে আপনার এই অনুভূতিটা প্রয়োজন। এছাড়া তার কাঁধেরও অস্বস্তি আছে। তো এটি (বোলিং না করা) দুটি জিনিসেরই সম্মিলন। স্পিনার হিসেবে টেস্ট ক্রিকেটে এভাবে বোলিং করা কঠিন, যেখানে আপনার এই অনুভূতিগুলো জরুরী।’

তবে সার্জারি হয়েছিল আরও ৬ বছর আগে, ২০১৮ সালে। এশিয়া কাপের সময়। এরপর গত বছর বিশ্বকাপের সময় আবার ইনজুরিতে পড়েন। সে সময় চলে চিকিৎসাও। নতুন করে আঙুলের ইনজুরি নিয়ে বিসিবির মেডিলের বিভাগে অভিযোগ না করলেও কিছুটা অস্বস্তি আছে বলে জানা গেছে।

বিসিবির মেডিকেল বিভাগের প্রধান ডাক্তার দেবাশীষ চৌধুরী বলেছেন কিছুটা অস্বস্তি থাকার কথা, ‘একটা আঙুলে যখন ফ্র্যাকচার হয়ে যায় তখন এটা আগের অবস্থায় আসে না। কিন্তু এটাকে ম্যানেজ করে ও খেলছে। এটাতে তার যে কোনো অস্বস্তি নেই তাও না। থাকতেও পারে ভেতরে (ব্যাথা, ফোলা)।’

চেন্নাই/রিয়াদ/বিজয়


সর্বশেষ

পাঠকপ্রিয়