ঢাকা     শনিবার   ২৩ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৮ ১৪৩১

মিরপুর স্টেডিয়াম পরিদর্শন বাংলাদেশ সেনাবাহিনীর

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৫, ২১ সেপ্টেম্বর ২০২৪   আপডেট: ১৬:৫৭, ২১ সেপ্টেম্বর ২০২৪
মিরপুর স্টেডিয়াম পরিদর্শন বাংলাদেশ সেনাবাহিনীর

পরিবর্তিত পরিস্থিতির পর বাংলাদেশের মাটিতে এখনও পর্যন্ত কোনো আন্তর্জাতিক দল সফরে আসেনি। বাংলাদেশ দুটি সিরিজ খেলেছে দুটিই দেশের বাইরে। দেশের বাইরে টানা দুই সিরিজ খেলার পর অক্টোবরে প্রথমবার ঘরের মাঠে খেলতে যাচ্ছে বাংলাদেশ। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।

সিরিজের সূচি এখনও আনুষ্ঠানিক ঘোষণা করেনি বিসিবি। তবে প্রস্তাবিত সূচি অনুযায়ী ১৬ অক্টোবর বাংলাদেশে পা রাখবে দক্ষিণ আফ্রিকা। প্রথম টেস্ট মিরপুরে শুরু হবে ২১ অক্টোবর। দ্বিতীয় টেস্ট চট্টগ্রামে শুরু হবে ২৯ অক্টোবর। দুটি ম্যাচই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভূক্ত।

সিরিজের আগে রুটিন ওয়ার্ক হিসেবে নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে আজ শনিবার (২১ সেপ্টেম্বর) মিরপুর হোম অব ক্রিকেট পরিদর্শন করেন বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল। তাদের সঙ্গে পুলিশ, র‌্যাব এবং অনান্য আইন শৃঙ্খলাবাহিনীর সদস্যরাও ছিলেন।

আরো পড়ুন:

পুরো স্টেডিয়াম এরিয়া ঘুরে দেখেন তারা। শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়াম, একাডেমি মাঠ, আউটার ফ্যাসিলিটিজ এবং বিভিন্ন গ্যালারি ঘুরে দেখেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশে অক্টোবরে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের কথা ছিল। কিন্তু সরকার পতনের পর নানা জটিলতা থাকায় বিশ্বকাপ সরিয়ে সংযুক্ত আরব আমিরাতে নেয় আইসিসি। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশ ভ্রমণে যে কটি দেশের নাগরিকদের সীমাবদ্ধতা ছিল, সে তালিকায় দক্ষিণ আফ্রিকা ছিল না। তবে দুটি টেস্ট খেলতে দক্ষিণ আফ্রিকা দলের বাংলাদেশ সফর নিয়ে তাদের খেলোয়াড়দের সংগঠন আপত্তি তুলে।

বিসিবি শুরু থেকেই সিরিজ আয়োজনে আশাবাদী ছিল। শেষ পর্যন্ত তারা সকল সুযোগ-সুবিধা নিয়ে ভরসা দিতে পেরেছে। এ কারণে সফর চূড়ান্ত হয়েছে।  দ্রুতই সিরিজের সূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণ করা হবে। ১৬ অক্টোবর বাংলাদেশে এসে ৩ নভেম্বর বিদায় নেবেন অতিথিরা।

২০১৫ সালের পর দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল আবার বাংলাদেশে আসছে।

ইয়াসিন/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়