সাকিবের ইনজুরি প্রশ্নে হেম্পের উত্তর, ‘মোটেই না’
ক্রীড়া প্রতিবেদক, সিলেট থেকে || রাইজিংবিডি.কম
চীপকে তৃতীয় দিন সকাল থেকে আলোচনায় সাকিব আল হাসানের আঙুলের ইনজুরি। খেলা চলাকালীন ধারাভাষ্যকার মুরালি কার্তিকের একটি মন্তব্য নিয়ে মূলত আলোচনার সূত্রপাত।
তবে শনিবার (২১ সেপ্টেম্বর) তৃতীয় দিন শেষে সেই আলোচনায় জল ঢেলে দিলেন ব্যাটিং কোচ ডেবিড হেম্প। সংবাদ সম্মেলনে ইনজুরি নিয়ে এক প্রশ্নে হেম্প ছোট উত্তরে বলেন, ‘মোটেই না।’
এর আগে প্রথম সেশনের সময় মুরালি ধারাভাষ্যে বলেছিলেন, তার আঙুল ফুলে গেছে, ব্যাথা আছে, ‘সাকিবের বাম হাতের তর্জনীতে একটা সার্জারি করা আছে। সেটি এখন ফুলে গেছে, শক্ত হয়ে আছে। কোনো নড়াচড়া বা নমনীয়তা নেই। সে আঙুলে ভালো অনুভব করতে পারছে না।’
প্রথম প্রশ্নের উত্তরের সূত্র ধরে আরেকটি প্রশ্নে হেম্পকে জিজ্ঞেস করা হয় এটি কি অসত্য কী না, তখনো তিনি বিষয়টি সম্পর্কে জানেন না বলে মন্তব্য করেন।
হেম্পের সুরে কথা বলেছেন দলের মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম। সংবাদ সম্মেলন শেষে রাবিদ মুরালির কথা উড়িয়ে দিয়ে জানান, সে আমাদের দলের কেউ না, সাকিব শতভাগ ফিট।
‘মুরালি তো আমাদের টিমের কেউ না। দুই দিন আগে সে ৭০ ওভার বল করে আসছে, ইনজুরি থাকলে এটা কি সম্ভব? আজকে সে বোলিং করছে, ফিল্ডিং করছে, ব্যাটিং করছে, সব করতেছে। শতভাগ ফিট। না হলে খেলে কীভাবে? কোনো সমস্যা নেই।’
মুরালি সাকিবের আঙুলের সার্জারির কথা বলেছিলেন, সেটিও ছয় বছর আগের ঘটনা। দুজনের মধ্যে আলোচনায় বিষয়টি উঠলেও ভুলভাবে সামনে এসেছে বলে মনে করেন রাবিদ।
‘মুরালি কার্তিক কিসের ভিত্তিতে বলছে? সেটা বলছে, নিজেদের মধ্যে আলোচনার পর। তার আঙুলে অপারেশন হয়েছে ২০১৮ সালে। তখন বলে গ্রিপ করতে সমস্যা হতে পারে। এখনকার সাথে এটার কোনো সম্পর্ক নেই।’
আজ সকালে দিন শুরুর আগে সাকিবকে কম বোলিং করা নিয়ে জিজ্ঞেস করেন মুরালি। তখন সাকিব অতীতের ঘটনা টেনে মুরালিকে সমস্যার কথা বলেছিলেন। পরবর্তীতে ধারাভাষ্যে মুরালি এমনভাবে বিষয়টি ব্যাখা করেন যাতে মনে হয়েছে, সাকিব আঙুলে সমস্যা নিয়ে খেলছেন।
রিয়াদ/আমিনুল