ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

সিরিজে আরও এগিয়ে গেল অস্ট্রেলিয়া

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:১১, ২১ সেপ্টেম্বর ২০২৪   আপডেট: ২৩:২৮, ২১ সেপ্টেম্বর ২০২৪
সিরিজে আরও এগিয়ে গেল অস্ট্রেলিয়া

প্রথম ওয়ানডেতে ট্র্যাভিস হেড ঝড়ে জিতেছিল অস্ট্রেলিয়া। আজ শনিবার (২১ সেপ্টেম্বর) রাতে লিডসে দ্বিতীয়টিতে ইংল্যান্ডকে ৬৮ রানে হারিয়ে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল অজিরা।

এদিন আগে ব্যাট করে ৪৪.৪ ওভারে ২৭০ রান করে অস্ট্রেলিয়া। জবাবে ৪০.২ ওভারে ২০২ রান পর্যন্ত যেতে পারে ইংলিশরা।

টস হেরে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়ার টপ ও মিডল অর্ডারের ব্যাটসম্যানদের ছোট ছোট জুটিতে ভর করে এগোতে থাকে। তবে তাদের ভোগান ইংল্যান্ডের বোলাররা। তাইতো ৪৪.৪ ওভারেই মধ্যেই সবকটি উইকেট হারায় তারা।

আরো পড়ুন:

ব্যাট হাতে আলেক্স ক্যারি শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগ পর্যন্ত ইনিংস ক্যারি করেন। তিনি ৬৭ বলে ৮টি চার ও ৩ ছক্কায় ৭৪ রান করেন। আর ওয়ান ডাউনে নামা অধিনায়ক মিচেল মার্শ ৬টি চার ও ৩ ছক্কায় করেন দ্বিতীয় সর্বোচ্চ ৬০ রান। এছাড়া দুই উদ্বোধনী ব্যাটসম্যান ম্যাথিউ শর্ট ২৯, ট্র্যাভিস হেড ২৯ ও অ্যারোন হার্ডি করেন ২৩ রান।

ইংল্যান্ডের ব্রিডন কার্সি ১০ ওভারে ৭৫ রান দিয়ে ৩টি উইকেট নেন। ম্যাথিউ পটস ৭ ওভারে ১ মেডেনসহ ৩০ রান দিয়ে নেন ২টি উইকেট। আদিল রশিদ ১০ ওভারে ৪২ রান দিয়ে নেন ২টি। এবং জ্যাকব বেথেল ৫ ওভারে ৩৩ রানের বিনিময়ে শিকার করেন ২ উইকেট।

জবাব দিতে নেমে ৬৫ রানেই ৫ উইকেট হারিয়ে বসে স্বাগতিকরা। ফিল সল্ট ১২, উইল জ্যাকস ০, হ্যারি ব্রুক ৪, বেন ডাকেট ৩২ ও লিয়াম লিভিংস্টন ০ রানে সাজঘরে ফেরেন।

এরপর মিডল অর্ডারের ব্যাটসম্যানদের ব্যাটে ভর করে ২০২ রান পর্যন্ত যেতে পারে ইংল্যান্ড। তার মধ্যে জেমি স্মিথ ৬ চার ও ২ ছক্কায় সর্বোচ্চ ৪৯ রান করেন। এছাড়া আদিল রশিদ ২৭, কার্সি ২৬ ও বেথেল ২৫ রান করে ব্যবধান কমান।

বল হাতে অস্ট্রেলিয়ার সেরা ছিলেন মিচেল স্টার্ক। তিনি ৯.২ ওভারে ৫০ রান দিয়ে ৩টি উইকেট নেন। হার্ডি ৮ ওভারে ২ মেডেনসহ ২৬ রান দিয়ে নেন ২টি উইকেট। গ্লেন ম্যাক্সওয়েল ৬ ওভারে ১ মেডেনসহ ১৫ রান দিয়ে নেন ২টি উইকেট। জশ হ্যাজলউড ৮ ওভারে ৫৪ রান দিয়ে নেন ২টি উইকেট। ৮ ওভারে ৪২ রান দিয়ে অপর উইকেটটি নেন অ্যাডাম জাম্পা।

ব্যাট হাতে দারুণ কার্যকরী ইনিংস খেলে ম্যাচসেরা হন অস্ট্রেলিয়ার আলেক্স ক্যারি।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়