ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

লিভারপুল ও চেলসির জয়

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:৩৬, ২১ সেপ্টেম্বর ২০২৪  
লিভারপুল ও চেলসির জয়

ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার রাতে জয় পেয়েছে লিভারপুল ও চেলসি। লিভারপুল ৩-০ গোলে হারিয়েছে বোর্নেমাউথকে। আর চেলসি একই ব্যবধানে হারিয়েছে ওয়েস্টহ্যামকে।

এই জয়ে ৫ ম্যাচ থেকে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান নিয়েছে লিভারপুল। আর সমান ম্যাচ থেকে ১০ পয়েন্ট নিয়ে চেলসি আছে চতুর্থ স্থানে।

চেলসির হয়ে জোড়া গোল করেন নিকোলাস জ্যাকসন। তিনি ম্যাচের ৪ ও ১৮ মিনিটে গোল দুটি করেন। অন্যদিকে বিরতির পর ৪৭ মিনিটে কোল পালমার করেন একটি গোল। বাকি সময়ে চেলসি যেমন পারেনি আর ব্যবধান বাড়াতে, তেমনি ওয়েস্টহ্যামও পারেনি কমাতে।

আরো পড়ুন:

এদিকে লিভারপুলের হয়ে জোড়া গোল করেন লুইস দিয়াজ। তিনি ২৬ ও ২৮ মিনিটে গোল করেন। ৩৭ মিনিটে অপর গোলটি করেন ডারউইন নুনেজ। বোর্নেমাউথ বাকি সময়ে এই ব্যবধান আর কমাতে পারেনি।

ঢাকা/আমিনুল


সর্বশেষ

পাঠকপ্রিয়