ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

মেসিকে নিয়েই পয়েন্ট খোয়ালো মায়ামি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৩, ২২ সেপ্টেম্বর ২০২৪  
মেসিকে নিয়েই পয়েন্ট খোয়ালো মায়ামি

ম্যাচটি প্রায় জিতেই গিয়েছিল মায়ামি। ম্যাচের তখন ২০ সেকেন্ড বাকি। আর এমন সময়েই গোল করে হিসেব পাল্টে দিলো নিউ ইয়র্ক সিটি। শেষের ঐ গোলেই মেজর লিগ সকারে (এমএলএস) ১-১ গোলে হয় মায়ামি-নিউ ইয়র্ক ম্যাচ।

ম্যাচে মেসি খেললেও তেমন প্রভাব রাখতে পারেননি। চোট থেকে ফেরার পর মেসির তৃতীয় ম্যাচ ছিল এটি। পঞ্চম মিনিটেই সুযোগ পেয়েছিলেন। কিন্তু তার ফ্রি কিক উড়ে যায় সামান্য ওপর দিয়ে।

মায়ামি এগিয়ে যায় ম্যাচের দ্বিতীয়ার্ধে। এই গোলে অবশ্য মেসির অবদান আছে। ৭৫তম মিনিটে মাঝমাঠে বল পেয়ে দ্রুত গতিতে এগিয়ে তিনি বক্সের ভেতর পাস দেন জর্দি আলবাকে। এই ডিফেন্ডার আলতো করে বাড়িয়ে দেন গোলমুখে অপেক্ষায় থাকা লিওনার্দো কাম্পানাকে। টোকা দিয়ে বল জালে পাঠাতে সমস্যা হয়নি তার।

আরো পড়ুন:

পিছিয়ে পড়ার পর লড়াই চালিয়ে যায় নিউ ইয়র্ক সিটি। একদম শেষ মুহূর্তে সফল হয় তারা। অনেকটা লাফিয়ে হেড থেকে বল জালে জড়ান জেমস স্যান্ডস।

পয়েন্ট হারালেও অবশ্য মেজর লিগ সকারে টানা সাত ম্যাচে অপরাজিত ইন্টার মায়ামি। ৩০ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে তারা আছে শীর্ষে। ৫৬ পয়েন্ট নিয়ে দুইয়ে সিনসিনাটি।

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়