ঢাকা     রোববার   ২২ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ৭ ১৪৩১

মিরপুর স্টেডিয়ামে সেনাবাহিনীর বিশেষ মহড়া

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫০, ২২ সেপ্টেম্বর ২০২৪  
মিরপুর স্টেডিয়ামে সেনাবাহিনীর বিশেষ মহড়া

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিশেষ মহড়া দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। মূলত বাংলাদেশ সফরে আসতে যাওয়া দক্ষিণ আফ্রিকাকে নিরাপত্তা নিয়ে চিন্তা মুক্ত রাখতেই এই মহড়া দিয়েছে সেনাবাহিনী।

অক্টোবরে দুটি টেস্ট খেলতে বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের। এর মাঝে গতকাল দেশটির তিনজন প্রতিনিধি ঢাকা এসেছেন নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করতে। রোববার তাদের উপস্থিতিতেই চলে সেনাবাহিনীর বিশেষ মহড়া।

মূল মাঠে হেলিকপ্টার অবতরণের পাশাপাশি দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশ দলের ড্রেসিং রুমে ঢুকে ক্রিকেটারদের ‘জীবিত উদ্ধার করে’ তাদের দ্রুত নিরাপদ আশ্রয়ে নিয়ে যায়। ৩০ মিনিটের সাজানো নাটকের সফল পরিসমাপ্তি সেখানেই। তাতে সফলভাবে শেষ হয় সেনা অভিযানের মহড়া।

আরো পড়ুন:

৩০ মিনিটের এ মহড়া মধ্য দিয়ে বিশ্ব দরবারে পরিষ্কার বার্তা দিয়েছে বাংলাদেশ, ‘নিরাপত্তা নিয়ে কোনো ঘাটতি নেই এখানে।’

দক্ষিণ আফ্রিকা দলকে নিরাপত্তা দিতে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলেছে বাংলাদেশ। নাশকতা এড়াতে পুরো সিরিজে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কাজ করবে সেনাবাহিনীও। জরুরি প্রয়োজনে ৩০ মিনিটের মধ্যে স্টেডিয়াম পাড়ায় আসবে সেনাবাহিনী। আগামীকাল সোমবার (২৩ সেপ্টেম্বর) প্রতিনিধি দলের চট্টগ্রামে যাওয়ার কথা রয়েছে।

সিরিজের সূচি এখনও আনুষ্ঠানিক ঘোষণা করেনি বিসিবি। তবে প্রস্তাবিত সূচি অনুযায়ী ১৬ অক্টোবর বাংলাদেশে পা রাখবে দক্ষিণ আফ্রিকা। প্রথম টেস্ট মিরপুরে শুরু হবে ২১ অক্টোবর। দ্বিতীয় টেস্ট চট্টগ্রামে শুরু হবে ২৯ অক্টোবর। দুটি ম্যাচই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভূক্ত।

ইয়াসিন/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়