ঢাকা     সোমবার   ২৩ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ৮ ১৪৩১

এক যুগ আগের রোনালদোর রেকর্ড ছুঁলেন হালান্ড

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:২৫, ২২ সেপ্টেম্বর ২০২৪  
এক যুগ আগের রোনালদোর রেকর্ড ছুঁলেন হালান্ড

ক্রিস্টিয়ানো রোনালদো ২০০৯-১০ মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দেন। সেখানে ২০১১ সালে গিয়ে তিনি ১০৫ ম্যাচ খেলে ১০০ গোল করার মাইলফলক স্পর্শ করেন। সেটা ছিল ইউরোপিয়ান ফুটবলে নির্দিষ্ট একটি ক্লাবের হয়ে দ্রুততম ১০০ গোলের মাইফলক স্পর্শ করার রেকর্ড।

এরপর গেল ১২ বছরে এই রেকর্ড কেউ ছুঁতে পারেনি। তবে ১৩ বছরের মাথায় রোনালদোর সেই রেকর্ডে ভাগ বসালেন আরলিং হালান্ড।

আজ রোববার (২২ সেপ্টেম্বর) রাতে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে আর্সেনালের মুখোমুখি হয় ম্যানচেস্টার সিটি। ম্যাচের নবম মিনিটে সাভিনহোর বাড়িয়ে দেওয়া বল পেয়ে বাম পায়ে শটে জালে জড়ান হালান্ড। তাতেই রোনালদোর রেকর্ড ছুঁয়ে ফেলেন নরওয়ের এই স্ট্রাইকার।

আরো পড়ুন:

ম্যানসিটির হয়ে ১০৫ ম্যাচ খেলে ১০০ গোলের মাইলফলক স্পর্শ করলেন ২৪ বছর বয়সী এই তারকা। অবশ্য তার সামনে সুযোগ ছিল রোনালদোর রেকর্ড ভেঙে দেওয়ার। তিনি ১০৩ ম্যাচেই করে ফেলেছিলেন ৯৯ গোল। কিন্তু উয়েফা চ্যাম্পিয়নস লিগের ম্যাচে বুধবার দিবাগত রাতে ইন্টার মিলানের বিপক্ষে গোল পাননি তিনি। তাতে রোনালদোর রেকর্ডও ভাঙা হয়নি। তবে আজ প্রিমিয়ার লিগে গোল করে রোনালদোর পাশে অবস্থান নিলেন ম্যানসিটির এই তারকা।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়