ঢাকা     বুধবার   ২৫ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ১০ ১৪৩১

পাকিস্তান দলে ফিরলেন আমির-আফ্রিদি

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১০, ২৫ সেপ্টেম্বর ২০২৪  
পাকিস্তান দলে ফিরলেন আমির-আফ্রিদি

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ হারের রেশ কাটতে না কাটতেই ঘরের মাঠে ইংল‌্যান্ডের বিপক্ষে তিন টেস্ট খেলবে পাকিস্তান। আইসিসি টেস্ট চ‌্যাম্পিয়নশিপের তিন টেস্ট খেলবে দুই দল। মুলতানে প্রথম টেস্ট শুরু হবে ৭ অক্টোবর।

প্রথম টেস্টের জন‌্য পাকিস্তান ১৫ সদস‌্যের স্কোয়াড বেছে নিয়েছে। দলে ফেরানো হয়েছে পেসার আমির জামালকে। চোটের কারণে বাদ পড়েছেন বাংলাদেশের বিপক্ষে রাওয়ালপিণ্ডিতে দ্বিতীয় টেস্টে ৬ উইকেট নেওয়া খুররাম শাহজাদ।

এছাড়া তারকা পেসার শাহীন শাহ আফ্রিদিকেও ফিরিয়েছেন নির্বাচকরা। বাংলাদেশের বিপক্ষে সুযোগ না পাওয়া বাঁহাতি স্পিনার নোমান আলীকে দ্বিতীয় স্পিনার হিসেবে দলে রাখা হয়েছে। লেগ স্পিনার আবরার আহমেদ দলে আছেন যার অভিষেক হয়েছিল এই ইংল‌্যান্ডের বিপক্ষেই।

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ হারের পর অধিনায়ক শান মাসুদের নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠেছিল। সাদা পোশাকের ক্রিকেটে তার নেতৃত্বে পাকিস্তান ভালো করতে পারছে না। শেষ পাঁচ ম‌্যাচে কোনো জয় নেই তাদের। ঘরের মাঠে টানা দশ টেস্ট হারের কিনারায় দাঁড়িয়ে। তবুও শান মাসুদের ওপর আস্থা রেখেছে টিম ম‌্যানেজমেন্ট।

পেছনের চোটের কারণে আমির জামাল বাংলাদেশের বিপক্ষে ছিলেন না। ২০২৩-২৪ অস্ট্রেলিয়া সফরে ডানহাতি পেসার ছিলেন সেরা পারফর্মার। ব‌্যাটিংয়েও নজর কেড়েছিলেন তিনি। কিন্তু চোটের কারণে তার খেলা হয়নি বেশি সময়। এবার ফিট হয়ে দলে ফিরলেন। দেখার বিষয় ঘরের মাঠে ইংল‌্যান্ডের বিপক্ষে কেমন পারফর্ম করেন তিনি।

পাকিস্তানে এখন চলছে চ‌্যাম্পিয়নস কাপ। যেখানে তারকা সব ক্রিকেটারই খেলছেন। টেস্ট স্কোয়াডে সুযোগ পাওয়া খেলোয়াড়দের ছেড়ে দিতে বলেছেন পাকিস্তানের কোচ জেসন গিলেস্পি। বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের হয়ে তার কোচিং অধ‌্যায় শুরু হয়েছিল। কিন্তু দুই টেস্ট হারের দুঃস্মৃতির সাক্ষী হয়েছেন সাবেক অসি খেলোয়াড়।

পাকিস্তান স্কোয়াড: শান মাসুদ (অধিনায়ক), সৌদ শাকিল, আমির জামাল, আব্দুল্লাহ শফিক, আবরার আহমেদ, বাবর আজম, মির হামজা, মোহাম্মদ হুরাইরা, মোহাম্মদ রিজওয়ান, নাসিম শাহ, নোমান আলী, সায়েম আইয়ুব, সালমান আলী আগা, সরফরাজ আহমেদ ও শাহীন শাহ আফ্রিদি।

ঢাকা/ইয়াসিন


সর্বশেষ

পাঠকপ্রিয়