ঢাকা     শনিবার   ২৩ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৮ ১৪৩১

সাকিবের কোনো সমস্যা নেই, দ্বিতীয় টেস্টের জন্য ফিট: হাথুরুসিংহে

ক্রীড়া প্রতিবেদক, কানপুর থেকে  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৭, ২৫ সেপ্টেম্বর ২০২৪   আপডেট: ১৩:৫৬, ২৫ সেপ্টেম্বর ২০২৪
সাকিবের কোনো সমস্যা নেই, দ্বিতীয় টেস্টের জন্য ফিট: হাথুরুসিংহে

সংবাদ সম্মেলনে কথা বলছেন হাথুরুসিংহে । ছবি: রাইজিংবিডি।

টিম ম্যানেজমেন্ট, নির্বাচক, অধিনায়কের পর এবার সাকিব আল হাসানের ইনজুরি নিয়ে মুখ খুলেছেন বাংলাদেশ দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। তিনি জানিয়েছেন, সাকিবের ইনজুরিজনিত কোনো সমস্যা নেই। 

বুধবার (২৫ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলনে হাথুরুসিংহে বলেন, ‘ফিজিওর সাথে আমি কথা বলেছি, সাকিবের কোনো সমস্যা নেই। সিলেকশনের জন্য সে অ্যাভেইলেবল আছে।’

আজ থেকে কানপুর টেস্টের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ। কানপুর গ্রিনপার্ক স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় শুরু হয় অনুশীলন। শেষে দুপুর ১২টায় সংবাদ সম্মেলনে আসেন বাংলাদেশ কোচ। 

আরো পড়ুন:

এর আগে নির্বাচক হান্নান সরকার জানিয়েছিলেন, চেন্নাই টেস্টে সাকিব আঙুলে ব্যথা অনুভব করেছিলেন। কানপুর টেস্টের আগে সাকিবকে পর্যবেক্ষণ করা হবে। এখানে এসে প্রথম দিন অনুশীলনের পর হাথুরুসিংহে জানিয়েছেন সাকিবের কোনো সমস্যা নেই। 

শুধু তাই নয় চেন্নাই টেস্টে সাকিবের ব্যাটিংয়ের প্রশংসা করেছেন, ‘সাকিবের ব্যাটিং নিয়ে আমার কোনো উদ্বেগ নেই। সে ভালো করছে। তার দক্ষতা সম্পর্কে আমরা জানি। চেন্নাই টেস্টের দ্বিতীয় ইনিংসে সে ভালো ব্যাটিং করেছে।’

কানপুর/রিয়াদ/বিজয়


সর্বশেষ

পাঠকপ্রিয়