ঢাকা     শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১৩ ১৪৩১

রুদ্ধশ্বাস জয়ে রিয়ালের তিন পয়েন্ট

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০০, ২৫ সেপ্টেম্বর ২০২৪  
রুদ্ধশ্বাস জয়ে রিয়ালের তিন পয়েন্ট

ঘরের মাঠে রিয়াল মাদ্রিদ সবসময়ই অপ্রতিরোধ্য। দেপোর্তিভো আলাভেসের বিপক্ষেও চিরচেনা খেলা উপহার দিয়ে এগিয়ে যায় তারা। তবে দ্বিতীয়ার্ধে প্রবলভাবে ঘুরে দাঁড়ালো আলাভেস। একের পর এক আক্রমণে ম্যাচে প্রায় সমতা টেনে এনেছিল দলটি। রুদ্ধশ্বাস উত্তেজনা ছড়ানো ম্যাচে শেষমেশ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়লো কার্লো আনচেলত্তির দল। ম্যাচটি রিয়াল জিতেছে ৩-২ গোলে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে প্রথমার্ধে দুটি গোল পায় রিয়াল। শুরুতে  লুকাস ভাসকেস দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন কিলিয়ান এমবাপ্পে। এরপর দ্বিতীয়ার্ধে দলের পক্ষে তৃতীয় গোলটি করেন রদ্রিগো। এরপর দুই মিনিটে দুই গোল করে লড়াই জমিয়ে তোলে আলাভেস।

ম্যাচের শুরুতেই গোল আদায় করে নেয় রিয়াল। ভিনিসিউস জুনিয়রের কাটব্যাকে নিখুঁত শতে জাল খুঁজে নেন ভাসকেস। এরপর ২২তম মিনিটে এমবাপ্পে বল জালে পাঠালেও অফসাইডের কারণে গোল বাতিল হয়ে যায়।

আরো পড়ুন:

রিয়াল ব্যবধান দ্বিগুণ করে ম্যাচের ৪০তম মিনিটে। জুড বেলিংহ্যামকে বল বাড়িয়ে ডি-বক্সে ঢুকে পড়েন এমবাপ্পে। ফিরতি বল নিয়ে একজনকে পাস কাটিয়ে প্লেসিং শটে গোলরক্ষককে পরাস্ত করেন ফরাসি তারকা। এই নিয়ে রিয়ালের জার্সিতে এমবাপ্পের গোল হলো ৫টি।

বিরতির পর তৃতীয় মিনিটে আবারও জালে বল জড়িয়ে জয়ের পথে এগিয়ে যায় রিয়াল। ভাসকেসের পাস ধরে বক্সে ঢুকে দুরূহ কোণ থেকে নিচু শটে গোলরক্ষকের পায়ের ফাঁক দিয়ে গোলটি করেন রদ্রিগো। লা লিগার চলতি আসরে তার গোল হলো তিনটি।

রিয়াল যখন তিন গোলে এগিয়ে থাকার তৃপ্তিতে স্বস্তির ঢেকুর তুলেছে, ঠিক তখনই দারুণভাবে ঘুরে দাঁড়ায় আলাভেস। মাত্র দুই মিনিটের ব্যবধানে দুই গোল করে ম্যাচ জমিয়ে তোলে তারা। ৮৫তম মিনিটে নিজেদের সীমানায় বলের নিয়ন্ত্রণ হারায় রিয়াল। সেই বল ধরে অসাধারণ এক বাঁকানো শটে জাল খুঁজে নেন মিডফিল্ডার কার্লোস বেনাভিদেস।

পরের মিনিটে আবারও আলাভেসের আক্রমণ এবং গোল। বক্সে থেকে কোনাকুনি শট নেন কিকে গার্সিয়া, এবার অন্য পাশের পোস্টে লেগে বল ঠিকানা খুঁজে পায়। বাকি সময়ে আলাভেস রিয়ালকে চেপে ধরলেও রক্ষণ শক্ত করে রাখে রিয়াল। শেষ বাঁশি বাজতেই যেন হাফ ছেড়ে বাঁচে তারা।

এই জয়ে বার্সেলোনার সঙ্গে আবারও পয়েন্টের ব্যবধান কমালো রিয়াল। সাত ম্যাচে পাঁচ জয় ও দুই ড্রয়ে ১৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে তারা। এক ম্যাচ কম খেলে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে কাতালান ক্লাবটি।

ঢাকা/বিজয়


সর্বশেষ

পাঠকপ্রিয়