ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

৫০ লাখ টাকা জরিমানা নিয়ে মুখ খুললেন সাকিব 

ক্রীড়া প্রতিবেদক, কানপুর থেকে  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৮, ২৬ সেপ্টেম্বর ২০২৪   আপডেট: ১৮:৫৯, ২৬ সেপ্টেম্বর ২০২৪
৫০ লাখ টাকা জরিমানা নিয়ে মুখ খুললেন সাকিব 

শেয়ার লেনদেনে কারসাজির অভিযোগে সাকিব আল হাসানকে ৫০ লাখ টাকা জরিমানা করা হয়। বিষয়টি সাকিবের সামনে নিয়ে এলে বিশ্বসেরা অলরাউন্ডার জানান, তিনি নিজে কখনো ট্রেড করেননি।

‘আরেকটা জিনিস যেটা সম্প্রতি হয়েছে। আমার জীবনে আমি আসলে নিজে থেকে কখনো ট্রেড করিনি, কেউ যদি এটা বলে যে ট্রেডিং নিয়ে কথাও বলেছি, প্রমাণ দিলে আমি খুশি হব। এসবগুলো আসলে এখন যে কেউ যে কারোর মতো করতে পারে।’

কানপুর গ্রিন পার্ক স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে শেয়ার লেনদেনে জরিমানা নিয়ে প্রশ্নে এমন মন্তব্য করেন সাকিব।  গত মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিএসইসির পরিচালক ও মুখপাত্র ফারহানা ফারুকী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সাকিবকে জরিমানার বিষয়টি জানানো হয়।  

আরো পড়ুন:

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে ৯২৩তম কমিশন সভায় পুঁজিবাজারে তালিকাভুক্ত প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার লেনদেনে কারসাজির অভিযোগে সাকিব আল হাসানকে ৫০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। 

সাকিব বলেন, ‘আমি যেহেতু ট্রেডই করিনি নিজ থেকে, স্বাভাবিকভাবে আমার ভুল করার বা ওটার সঙ্গে যে শব্দগুলো যোগ করা হয়েছে সেগুলো আসলে কতটা ঠিক সেটাও আমার জন্য দুঃখজনক।’

সাকিবের মতে মিথ্যা অভিযোগ দিয়ে কোনো কিছু হলে দেশের ভাবমূর্তি নষ্ট হবে বাইরের মানুষের কাছে, ‘এ জিনিসগুলো যদি সুন্দর করে বলতো আমার জন্য মানসিকভাবে ভালো হতো। কারণ, আমার মনে হয় না মিথ্যা অভিযোগগুলো বাইরের মানুষের কাছে দেশের জন্য ভালো কিছু বয়ে আনে।’

কানপুর/রিয়াদ/বিজয়


সর্বশেষ

পাঠকপ্রিয়