ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

২০২৫ আইপিএলে ৭৪ ম্যাচ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০৮, ২৭ সেপ্টেম্বর ২০২৪   আপডেট: ২২:১৭, ২৭ সেপ্টেম্বর ২০২৪
২০২৫ আইপিএলে ৭৪ ম্যাচ

২০২২ সালে যখন আইপিএলের মিডিয়া স্বত্ত্ব বিক্রি করা হয় তখন বলা হয়েছিল ২০২৫ ও ২০২৬ আইপিএলে মোট ৮৪টি করে ম্যাচ হবে। কিন্তু খেলোয়াড়দের কাজের চাপ কমাতে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই) সেটা কমিয়ে ৭৪ করার সিদ্ধান্ত নিয়েছে। আজ শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিসিসিআই সেক্রেটারি জয় শাহ জানিয়েছেন, মূলত খেলোয়াড়দের কাজের চাপের বিষয়টি বিবেচনা করেই তারা তাদের দেওয়া কথা রাখতে পারছে না।

এ বিষয়ে শাহ বলেছেন, ‘আমরা আসলে ২০২৫ আইপিএলে ৮৪ ম্যাচ রাখতে পারছি না। যেহেতু আমাদেরকে খেলোয়াড়দের কাজের চাপের বিষয়টি নিয়েও ভাবতে হচ্ছে। সে কারণেই আমরা ম্যাচ বাড়াচ্ছি না। যদিও ৮৪ ম্যাচ চুক্তির অংশ ছিল। তবে ৮৪ নাকি ৭৪ ম্যাচ হবে সে বিষয়ে বিসিসিআই’র সিদ্ধান্তই চূড়ান্ত।’

২০২২ সালে পাঁচ বছরের জন্য বিসিসিআই আইপিএলের মিডিয়া স্বত্ত্ব ৪৮ হাজার ৩৯০.৫ কোটি রূপিতে বিক্রি করেছিল। যার মাধ্যমে আইপিএল হয়েছিল বিশ্বের সবচেয়ে দামি ফ্র্যাঞ্চাইজি লিগ। মূলত সম্প্রচার স্বত্ত্ব যারা কিনেছে তাদের সুবিধার কথা চিন্তা করেই ৮৪ ম্যাচ আয়োজনের কথা বলা হয়েছিল। সেক্ষেত্রে তারা আরও বেশি বিজ্ঞাপন প্রচারের সুযোগ পেত। আর বিসিসিআইও আরেকটু বেশি আয় করার সুযোগ পেত। কিন্তু খেলোয়াড়দের কথা ভেবে বিসিসিআই যথাযথ সিদ্ধান্তই নিয়েছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আরো পড়ুন:

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়