ঢাকা     রোববার   ০৫ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২১ ১৪৩১

আবারও পয়েন্ট হারালো ম্যানসিটি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০৩, ২৮ সেপ্টেম্বর ২০২৪  
আবারও পয়েন্ট হারালো ম্যানসিটি

ইংলিশ প্রিমিয়ার লিগে আবারও পয়েন্ট হারিয়েছে ম্যানচেস্টার সিটি। আজ শনিবার (২৮ সেপ্টেম্বর) রাতে নিউক্যাসেল ইউনাইটেডের সঙ্গে তারা ১-১ গোলে ড্র করেছে। চলতি মৌসুমে এটা তাদের দ্বিতীয় ড্র। এর আগে আর্সেনালের সঙ্গে ২-২ গোলে ড্র করেছিল স্কাই ব্লুজরা।

এই ড্রয়ে ৬ ম্যাচ থেকে ১৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষেই আছে ম্যানসিটি। নিউক্যাসল ১১ পয়েন্ট নিয়ে আছে পঞ্চম স্থানে। লিভারপুল ও অ্যাস্টন ভিলা যদি পরের ম্যাচে জয় পায় তাহলে ম্যানসিটিকে পেছনে ফেলে টেবিলের শীর্ষে চলে যাবে।

আজ নিউক্যাসলের মাঠে ম্যাচের ৩৫ মিনিটেই এগিয়ে যায় ম্যানসিটি। এ সময় জ্যাক গ্রেলিশের বাড়িয়ে দেওয়া বলে ডান পায়ে শট নিয়ে জালে জড়ান জোসকো জিভারডিওল। তার গোলে এগিয়ে থেকেই প্রথমার্ধের খেলা শেষ করে চ্যাম্পিয়নরা।

আরো পড়ুন:

বিরতির পর পরই সমতা ফেরায় নিউক্যাসল। ৫৬ মিনিটে তাদের অ্যান্থনি গর্ডনকে বক্সের মধ্যে ফাউল করেন এন্ডারসন। পেনাল্টির বাঁশি বাজান রেফারি। পেনাল্টি থেকে অ্যান্থনি গোল করে দলকে সমতায় ফেরান।

বাকি সময়ে অবশ্য এই সমতা আর ভাঙতে পারেনি পেপ গার্দিওলার শিষ্যরা। তাতে জয়ও পাওয়া হয়নি।

ঢাকা/আমিনুল


সর্বশেষ

পাঠকপ্রিয়