ঢাকা     রোববার   ২৯ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ১৪ ১৪৩১

বিশ্বকাপের আগে নারী ক্রিকেটারদের বেতন বাড়ালো ইংল্যান্ড

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫০, ২৮ সেপ্টেম্বর ২০২৪  
বিশ্বকাপের আগে নারী ক্রিকেটারদের বেতন বাড়ালো ইংল্যান্ড

আর মাত্র দিন পাঁচেক পরেই মাঠে গড়াবে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর এই বিশ্বকাপকে সামনে রেখে ক্রিকেটারদের উজ্জীবিত করতে তাদের বেতন ৩০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

অবশ্য বিশ্বকাপ খেলতে দেশ ছাড়ার আগে বোর্ডের সঙ্গে মিটিং করেছিল নারী ক্রিকেটাররা। সেখানে তারা নতুন চুক্তি ও বেতন বাড়ানোর বিষয় নিয়ে আলোচনা করেছিল। সেই মিটিংয়েই তাদের বেতন অভিজ্ঞতা ভেদে ৯০ হাজার পাউন্ড (১৪ লাখ ৩৭ হাজার টাকা) থেকে বাড়িয়ে ১ লাখ ৩০ হাজার (২০ লাখ ৭৭ হাজার) করার ঘোষণা দেওয়া হয়েছিল। এছাড়া পুরুষ ক্রিকেটারদের মতো নারী ক্রিকেটারদের মধ্যে কয়েকজনকে দুই বছরের চুক্তির প্রস্তাবও দেওয়া হয়েছিল।

সেক্ষেত্রে নতুন চুক্তি অনুযায়ী বিশ্বকাপ খেলতে আসা ইংল্যান্ড দলের সকল খেলোয়াড়দের বেতন বৃদ্ধি পাচ্ছে মাঠে নামার আগেই।

আরো পড়ুন:

২০০৯ সালে নারী বিশ্বকাপের প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছিল ইংল্যান্ডের মেয়েরা। আগামী ৫ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২৪ বিশ্বকাপ জয়ের মিশন শুরু হবে তাদের।

তার আগে রোববার (২৯ সেপ্টেম্বর) ও মঙ্গলবার (১ অক্টোবর) অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে হেদার নাইট বাহিনী।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়