ঢাকা     রোববার   ২৯ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ১৪ ১৪৩১

বাংলাদেশ-ভারত টেস্ট সিরিজ ২০২৪

সরাসরি: প্রথম সেশন পরিত্যক্ত, পরবর্তী সিদ্ধান্ত সাড়ে ১২টায়

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৮, ২৯ সেপ্টেম্বর ২০২৪   আপডেট: ১১:২৪, ২৯ সেপ্টেম্বর ২০২৪
প্রথম সেশন পরিত্যক্ত, পরবর্তী সিদ্ধান্ত সাড়ে ১২টায়

প্রথম সেশন পরিত্যক্ত, মাঠ পরিদর্শন সাড়ে ১২টায়
কানপুর টেস্টের অবস্থা ক্রমশই ড্র কিংবা পরিত্যক্তর দিকে এগিয়ে যাচ্ছে। তৃতীয় দিনেও এখন পর্যন্ত খেলা মাঠ গড়ানো সম্ভব হয়নি। বৃষ্টি থামলেও মাঠের বেহাল দশা। ফলে প্রথম সেশনের খেলা পরিত্যক্ত হয়েছে।

দ্বিতীয় সেশনের খেলা শুরু করার জন্য বাংলাদেশ সময় সাড়ে ১২টায় মাঠ পরিদর্শনে যাবেন আম্পায়ারদ্বয়।এরপর যদি পিচ ও আউটফিল্ড খেলার খেলার উপযুক্ত হয় তবেই শুরু হতে পারে খেলা।

সাড়ে ১০টায় মাঠ পরিদর্শন
কানপুর টেস্টের তৃতীয় দিন শুরু। রাতে বৃষ্টি হলেও সকালে বৃষ্টি নেই। আলোর দেখা পাওয়া গেছে গ্রিন পার্ক স্টেডিয়ামে। উইকেট ছাড়া মাঠের বাকি অংশের কাভার সরিয়ে ফেলা হয়েছে। মাঠ শুকানোর জন্য কাজ চলছে।

আরো পড়ুন:

কানপুর থেকে রাইজিংবিডির প্রতিনিধি সাইফুল ইসলাম রিয়াদ জানিয়েছেন, মাঠ শুকানোর কাজ চলায় খেলা শুরু হতে আজও দেরি হবে। বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০ টায় মাঠ পরিদর্শনে যাবেন আম্পায়াররা। এরপর আসবে সিদ্ধান্ত।

প্রথম ইনিংসে বাংলাদেশের রান ৩ উইকেটে ১০৭। ফিরে গেছেন দুই ওপেনার জাকির হাসান-সাদমান ইসলাম ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

এরপর চতুর্থ উইকেটে ৩৭ বলে ২৭ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন মুমিনুল ও মুশফিক। ৪০ রানে অপরাজিত মুমিনুল। ৬ রানে অন্য প্রান্তে অপরাজিত মুশফিক। আজ দ্বিতীয় দিন সকালে দুজন খেলতে নামবেন।

ঢাকা/বিজয়


সর্বশেষ

পাঠকপ্রিয়