ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

সাত ম্যাচ পর হারের মুখ দেখলো বার্সেলোনা

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৫, ২৯ সেপ্টেম্বর ২০২৪   আপডেট: ১১:০২, ২৯ সেপ্টেম্বর ২০২৪
সাত ম্যাচ পর হারের মুখ দেখলো বার্সেলোনা

লা লিগার চলতি মৌসুমে প্রথম হারের মুখ দেখলো বার্সেলোনা। টানা সাত ম্যাচ জয়ের পর হারের স্বাদ পেলো হ্যান্সি ফ্লিকের দল। ঘরের মাঠে দারুণ দাপট দেখিয়ে শনিবার (২৮ সেপ্টেম্বর) রাতে দারুণ এক জয় পেয়েছে ওসাসুনা। কাতালান ক্লাবটিকে তারা হারিয়েছে ৪-২ গোলে।

ম্যাচের প্রথমার্ধে আন্তে বুদিমির ও ব্রায়ান সারাগোসার গোলে এগিয়ে যায় ওসাসুনা। বিরতির পর ঘুরা দাঁড়ানোর চেষ্টা করে বার্সেলোনা। দ্বিতীয়ার্ধে ব্যবধান কমান পাউ ভিক্টর। কিন্তু পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোল করে বার্সেলোনাকে দুশ্চিন্তায় ফেলে দেন বুদিমির। এরপর আরও একটি গোল করেন আবেল ব্রেতোনেস। লামিনে ইয়ামালের শেষ গোলে সান্ত্বনাই পায় বার্সা।

ঘরের মাঠে ম্যাচের শুরু থেকেই উজ্জীবিত হয়ে খেলতে থাকে ওসাসুনা। তাতে অষ্টাদশ মিনিটেই এগিয়ে যায় তারা। বাঁ দিক থেকে সারাগোসার ক্রসে হেডে দলকে এগিয়ে নেন ক্রোয়েশিয়ার স্ট্রাইকার বুদিমির।

আরো পড়ুন:

গোল পেয়ে বার্সেলোনার ওপর চাপ সৃষ্টি করে ওসাসুনা। তারই ধারায় ২৮তম মিনিটে আরও এগিয়ে যায় তারা। মাঝমাঠে আলগা বল পেয়ে পাস দেন পাবলো ইবানেস। দারুণ ক্ষিপ্রতায় বল ধরে বক্সে ঢুকে গোলটি করেন স্প্যানিশ উইঙ্গার সারাগোসা।

দ্বিতীয়ার্ধে এক গোল শোধ করেন ভিক্টর। ৫৪তম মিনিটে ওসাসুনা গোলরক্ষক এররেরা বক্সে বল ধরে একটু এগিয়ে পাস দেন নিজেদের এক খেলোয়াড়কে। কিন্তু সেই পাস পেয়ে যান বার্সেলোনার জেরার্দো মার্টিনো। তার পা হয়ে বল পান ভিক্টর। তার নেওয়া শটে খুব বেশি জোর না থাকলেও সেটা জালে জড়ায়।

৬৬তম মিনিটে সুযোগ পান ফেররান তরেস। তবে ত্রাতা হয়ে আসেন দেন এররেরা। ৭২তম মিনিটে পেনাল্টি পায় বার্সেলোনা। সফল স্পট কিকে নিজের দ্বিতীয় গোলে ব্যবধান আবার বাড়ান বুদিমির। ৮৫তম মিনিটে স্কোরলাইন ৪-১ করেন ব্রেতোনেস। ওসাসুনার জয় সেখানেই নিশ্চিত হয়ে যায়।

নির্ধারিত সময়ের এক মিনিট বাকি থাকতে চমৎকার গোলে ব্যবধান কমান ইয়ামাল। তার গোল কেবল সান্ত্বনাই দিয়েছে। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে সমান ৫টি করে গোল ও অ্যাসিস্ট হলো ইয়ামালের।

এই হারের পরও ৮ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে বার্সেলোনা। এক ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদ ১৭ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে। ১৫ পয়েন্ট নিয়ে তিনে অ্যাটলেটিকো মাদ্রিদ। আজ মুখোমুখি হবে মাদ্রিদের এই দুই দল। ৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে উঠেছে ওসাসুনা।

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়