ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

মেসির গোলে মায়ামির রক্ষা

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪০, ২৯ সেপ্টেম্বর ২০২৪   আপডেট: ১২:০৫, ২৯ সেপ্টেম্বর ২০২৪
মেসির গোলে মায়ামির রক্ষা

লিওনেল মেসি ইন্টার মায়ামিকে অনেকবার পরাজয়ের দুয়ার থেকে উদ্ধার করে এনেছেন। কখনো এনে দিয়েছেন জয়, কখনো এক পয়েন্ট। আরেকবার মায়ামির ত্রাতা হয়ে আবির্ভাব হলেন আর্জেন্টাইন তারকা। শার্লটের বিপক্ষে পিছিয়ে পড়েও মেসি জাদুতে ১-১ গোলে ড্র করতে পেরেছে মায়ামি।

শনিবার (২৮ সেপ্টেম্বর) মায়ামির হার্ড রক স্টেডিয়ামে ম্যাচের শুরুতে খানিকটা অগোছালো হয়ে খেলতে থাকে মায়ামি। এই সুযোগ নিয়ে মায়ামির ওপর চেপে বসে শার্লক। প্রথমার্ধে একের পর আক্রমণ চালায় তারা। তবে গোলের দেখা পায়নি।

দ্বিতীয়ার্ধেও একই ধারায় খেলতে থাকা শার্লট। ফলাফল পায় ৫৭ মিনিটে। দলকে এগিয়ে নেন কার্ল সুইডারস্কি। গোল খাওয়ার পর যেন কিছুটা জেগে ওঠে মায়ামি। গোল খাওয়ার ঠিক পরের মিনিটেই জদি আলবার কর্নার থেকে মেসি দুর্দান্ত এক হেড করেছিলেন। কিন্তু মেসিকে হতাশ করেন গোলকিপার।

আরো পড়ুন:

গোল পেতে খুব একটা অপেক্ষা করতে হয়নি মায়ামিকে। ৬৭ মিনিটে বক্সের বাইরে থেকে নেওয়া মেসির বাঁ পায়ের জোরালো শট কাঁপিয়ে দেয় জাল। এ নিয়ে মেজর লিগ সকারের চলতি আসরে ১৫তম গোল করলেন মেসি। মেসির গোলে শেষমেশ এক পয়েন্ট নিয়ে মাঠচ ছাড়ে মায়ামি।

টানা তিন ড্রয়ের পরও অবশ্য পয়েন্ট তালিকার শীর্ষেই আছে মায়ামি। মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সে ৩১ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে মায়ামি। দ্বিতীয় স্থানে থাকা কলম্বাসের পয়েন্ট ৫৭ আর ৫৬ পয়েন্ট নিয়ে এর পরেই আছে সিনসিনাটি।

আগামী বৃহস্পতিবার কলম্বাসের মাঠে মায়ামি ড্র করলেই পেয়ে যেতে পারে সাপোর্টাস শিল্ডের ট্রফি।

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়