নিরাপত্তা নিয়ে সবুজ সংকেত, ১৬ অক্টোবর আসছে দক্ষিণ আফ্রিকা
ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম
উপমহাদেশ সফরের আগে অস্ট্রেলিয়া, নিউ জিল্যান্ড, ইংল্যান্ডের মতো দলগুলো বরাবরই নিরাপত্তাব্যবস্থা দেখতে সংশ্লিষ্ট দেশে অগ্রিম নিরাপত্তা প্রতিনিধিদল পাঠায়। বাংলাদেশে সম্প্রতি ঘটে যাওয়া রাজনৈতিক পটপরিবর্তন এবং তার আগের ঘটনাবলির কারণে দক্ষিণ আফ্রিকাও প্রথমবারের মতো পাঠায় তাদের নিরাপত্তা প্রতিনিধি দল।
গত সপ্তাহে তিনদিনের সফরে বাংলাদেশে এসেছিলেন ক্রিকেট দক্ষিণ আফ্রিকার অপারেশনস ম্যানেজার সিভুইলি এমকিংওয়ানা, স্বাধীন নিরাপত্তা বিশেষজ্ঞ ব্রায়ান খন্তো ও দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের সংগঠনের প্রতিনিধি ফারহান বেহারদিন। এই দলকে নেতৃত্ব দিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার নিরাপত্তা বিশেষজ্ঞ রোরি স্টেইন। চার সদস্যের রিপোর্টের পর দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বাংলাদেশ সফরের সবুজ সংকেত দিয়েছে।
বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রতিনিধি দলের সবুজ সংকেত পাওয়ার পরই সিরিজ চূড়ান্ত করেছে তারা। টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই টেস্ট খেলতে ১৬ অক্টোবর ঢাকায় পা রাখবে দক্ষিণ আফ্রিকা। ২১ অক্টোবর সিরিজের প্রথম ম্যাচ হবে মিরপুর শের-ই-বাংলায়। ২৯ অক্টোবর দ্বিতীয় ম্যাচ হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। সিরিজের সূচি চূড়ান্ত করে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা সংবাদ বিজ্ঞপ্তিও দিয়েছে। যা নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও।
বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ছিল দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের সংগঠন। তাদের উদ্বেগের কারণেই ক্রিকেট দক্ষিণ আফ্রিকার প্রতিনিধি দল বাংলাদেশে আসে। প্রথমে চট্টগ্রামের সুযোগ-সুবিধা ও নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন তারা। স্টেডিয়ামের আসাযাওয়ার পথ, হোটেল, স্টেডিয়ামের ভেতরের নিরাপত্তা ব্যবস্থা দেখেন তারা।
পরদিন ঢাকায় মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে আসেন প্রতিনিধি দল। সেখানে বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ দল ২০-২২ মিনিটের নিরাপত্তা মহড়া দেখায় প্রতিনিধি দলকে। পরিবর্তিত পরিস্থিতিতে এটাই বাংলাদেশে কোনো বিদেশি ক্রিকেট দলের প্রথম সফর হবে। তাই নিরাপত্তা নিয়ে কোনো ত্রুটি রাখছে না আয়োজকরা।
ঢাকা/ইয়াসিন/বিজয়