ঢাকা     সোমবার   ৩০ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ১৫ ১৪৩১

ভারতের কাছে হেরে বাংলাদেশ রানার্স-আপ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১১, ৩০ সেপ্টেম্বর ২০২৪   আপডেট: ২২:০৪, ৩০ সেপ্টেম্বর ২০২৪
ভারতের কাছে হেরে বাংলাদেশ রানার্স-আপ

সাফ অনূর্ধ্ব-১৭ ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা হলো না বাংলাদেশের কিশোরদের। আজ সোমবার ভুটানের চাংলিমিথান স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ভারতের কাছে ২-০ গোলে হেরে শিরোপা হাতছাড়া করে তারা।

ফাইনালে শুরু থেকেই ভারতের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করে বাংলাদেশের কিশোররা। সেই লড়াইয়ে প্রথমার্ধ থাকে গোলশূন্য। কিন্তু দ্বিতীয়ার্ধে গিয়ে গোল হজম করে খেই হারায়।

বিরতির পর ৫৮ মিনিটে কর্নার পায় ভারত। কর্নার থেকে আসা বলে হেড নিয়ে জালে জড়ান মোহাম্মদ কাইফ। এরপর ম্যাচের যোগ করা সময়ে (৯০+৫) বক্সের কাছ থেকে জোরালো শটে গোল করে ব্যবধান বাড়ান নাজমুল হুদা ফয়সাল। তাতে ২-০ ব্যবধানের জয়ে চ্যাম্পিয়নশিপ নিশ্চিত হয় তাদের।

এবারের আসরে ‘এ’ গ্রুপ থেকে রানার্স-আপ হয়ে সেমিফাইনালে নাম লিখিয়েছিল বাংলাদেশ। শেষ চারের লড়াইয়ে ‘বি’ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে আসা পাকিস্তানকে টাইব্রেকারে হারিয়ে ফাইনালে উঠেছিল লাল-সবুজের জার্সিধারী কিশোররা। কিন্তু শিরোপা জেতা হলো না তাদের।

ঢাকা/আমিনুল


সর্বশেষ

পাঠকপ্রিয়