ঢাকা     মঙ্গলবার   ০১ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ১৬ ১৪৩১

দুই ম্যাচের জন্য মাঠের বাইরে কোর্তোয়া

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫০, ১ অক্টোবর ২০২৪  
দুই ম্যাচের জন্য মাঠের বাইরে কোর্তোয়া

লা লিগার ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে চোট পান রিয়াল মাদ্রিদের গোলরক্ষক থিবো কোর্তোয়া। সেই চোট তাকে ছিটকে দিয়েছে মাঠের বাইরে।  কত ম্যাচ মাঠের বাইরে থাকতে হবে সেটা অবশ্য জানায়নি রিয়াল। তবে স্প্যানিশ গণমাধ্যমের খবর, অন্তত দুই ম্যাচের জন্য মাঠের বাইরে থাকতে হচ্ছে কোর্তোয়াকে। 

রোববার (২৮ সেপ্টেম্বর) লা লিগায় অ্যাটলেটিকোর সঙ্গে ১-১ গোলে ড্রয়ের ম্যাচে চোট পান কোর্তোয়া। পরদিন ক্লাবের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়, পরীক্ষায় তার বাম পায়ের পেশিতে চোট ধরা পড়েছে।

চ্যাম্পিয়ন্স লিগে আগামী বুধবার লিলের মুখোমুখি হবে কার্লো আনচেলত্তির দল। এছাড়াও রয়েছে লা লিগার ম্যাচ। লিগের ম্যাচে তারা খেলবে ভিয়ারিয়ালের বিপক্ষে। এই দুই ম্যাচে কোর্তোয়াকে পাবে না মাদ্রিদের ক্লাবটি। সে হিসেবে ১৯ অক্টোবর লিগে সেল্টার ভিগোর বিপক্ষে ম্যাচ দিয়েই মাঠে ফিরতে পারেন।

আরো পড়ুন:

চলতি মৌসুমে চোট যেন রিয়ালের নিত্য সঙ্গী। এর আগে চোটের মিছিলে নাম লিখিয়েছেন কিলিয়ান এমবাপ্পে, ব্রাহিম দিয়াস, দানি সেবাইয়োস ও ডেভিড আলাবা। সবশেষ সংযুক্তি কোর্তোয়া। কোর্তোয়ার অনুপস্থিতিতে ক্লাবের গোলপোস্ট সামলাবেন আন্দ্রে লুনিন।

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়