ঢাকা     শুক্রবার   ০৩ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ১৯ ১৪৩১

জয়ে চোখ রেখেই টি-টোয়েন্টি দলের ভারত যাত্রা

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৬, ১ অক্টোবর ২০২৪  
জয়ে চোখ রেখেই টি-টোয়েন্টি দলের ভারত যাত্রা

অসম্ভবকে সম্ভব দিল্লিতেই হয়েছিল। ২০১৯ সালের ভারত সফরে। ভারতের মাটিতে তাদেরকে প্রথমবার হারানোর স্বাদ সেবারই পেয়েছিল বাংলাদেশ। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতেই জয় বাংলাদেশের। পরের দুই ম্যাচ জিততে পারেনি। কিন্তু দিল্লিতে পাওয়া জয়ের কারণে নিজেদের মধ্যে আত্মবিশ্বাসে জ্বালানি পেয়েছিল।

চার বছর পর আবার ভারতের মাটিতে টি-টোয়েন্টি খেলতে যাচ্ছে বাংলাদেশ। টেস্ট সিরিজে হোয়াইটওয়াশের পর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে ঘিরেই বড় আশা সফরকারীদের। টেস্ট দলের অনেকেই দেশে ফিরছেন। টি-টোয়েন্টি দলের একঝাঁক ক্রিকেটার উড়াল দিয়েছেন ভারতে। দুই দলের প্রথম টি-টোয়েন্টি গোয়ালিয়রে। এরপর দিল্লি এবং সবশেষ হায়দরাবাদে হবে শেষ টি-টোয়েন্টি। 

মাহমুদউল্লাহ, তাওহীদ, তানজিম, তানজিদ,পারভেজ হোসেন, শরিফুল ইসলামরা জয়ের আশা নিয়েই ভারতে উড়াল দিয়েছেন। মিরপুরে গণমাধ্যমে কথা বলতে গিয়ে পেসার তানজিম বলেছেন, ‘আমরা এখানে অনেকদিন ধরে অনুশীলন করছি মিরপুরে। আমরা যারা টি-টোয়েন্টিতে যাবো তারা ভালো প্রস্তুতি নিয়েছি। সবাই সবার জায়গা থেকে একদম সেরা অবস্থায় আছে। যার যে শক্তি ও দুর্বলতা সেটা নিয়ে কাজ করেছে।’

আরো পড়ুন:

এই টি-টোয়েন্টি সিরিজকে ঘিরে নিজের ক্যানভাসকে অনেক বড় করে সাজিয়েছেন তানজিদ, ‘আমি চেষ্টা করি যখনই যেখানে খেলবো, একদম সেরাটা যেন খেলতে পারি। সামনে ভারত সিরিজ আছে, ওই জায়গায় আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করবো। অতীতে কী হয়েছে সেটা আমাকে আত্মবিশ্বাস দেবে অবশ্যই । কিন্তু এটা আমি ওরকম মনে রাখতে চাই না। ভবিষ্যতে কী আছে সেটাতে আমি বেশি ফোকাস করতে চাই। ভারত সিরিজে চেষ্টা করবো যেন নিজের সেরাটা দিতে পারি।’

সামনে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিলাম অনুষ্ঠিত হবে। যে লিগে খেলতে মুখিয়ে থাকেন বিশ্বের সব দেশের ক্রিকেটাররা। প্রচলিত কথা আছে, ভারতের বিপক্ষে ভালো করলে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিদের নজর কাড়া যায়। এবারের ম্যাচগুলো হবে ভারতের মাটিতেই। বলার অপেক্ষা রাখে না ফ্র্যাঞ্চাইজিগুলোরও নজর থাকবে।

তানজিম নজর কি কাড়তে পারবেন? তার আইপিএল নিয়ে ভাবনা জানা গেল, ‘দেখেন, আমি যদি আন্তর্জাতিক ক্রিকেটে ভালো খেলতে থাকি তাহলে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে অটোমেটিক সুযোগ আসবে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট আলাদাভাবে আমি কখনই টার্গেট করি না। আন্তর্জাতিক ম্যাচে যেন আমি আমার সর্বোচ্চ দিতে পারি। দলের জয়ে যেন আমাদের অবদান থাকে ওই দিকে ফোকাস থাকে। আর মূল ফোকাস থাকে যেন জিততে পারি। আন্তর্জাতিক ভালো খেললে ফ্র্যাঞ্চাইজি অটোমেটিক আসবে ওইটা নিয়ে আমি কখনও চিন্তা করি না।’

ইয়াসিন/আমিনুল


সর্বশেষ

পাঠকপ্রিয়