ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

‘সঠিক সাপোর্ট না পেলে আমাদের উন্নতি করা কঠিন’

ক্রীড়া প্রতিবেদক, কানপুর থেকে || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৮, ১ অক্টোবর ২০২৪  
‘সঠিক সাপোর্ট না পেলে আমাদের উন্নতি করা কঠিন’

অবকাঠামো থেকে সুযোগ-সুবিধা, সবকিছুতে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই) অনেক এগিয়ে। দেশটির মাঠের পারফরম্যান্স চোখে পড়ার মতো। কদিন আগেই জিতলো টি-টোয়েন্টি বিশ্বকাপ।  টেস্ট সিরিজে ঘরের মাঠে ১৮ সিরিজ অপারিজত!

কানপুরে ভারতের কাছে অসহায় আত্মসমর্পণ করার পর বাংলাদেশ কোচ চন্ডিকা হাথুরুসিংহে মন্তব্য করেছেন, ‘সঠিক সাপোর্ট না পেলে আমাদের উন্নতি করা কঠিন।’ মঙ্গলবার (০১ অক্টোবর) টেস্টের পঞ্চম দিন শেষে সংবাদ সম্মেলনে আসেন হাথুরুসিংহে। বাংলাদেশের পারফরম্যান্স নিয়ে নানা প্রশ্নের মুখে পড়েন।

‘ভারত আমাদের উড়িয়ে দিয়েছে। স্কিল লেভেলেও অনেক পার্থক্য চোখে পড়েছে। আমাদের উন্নতি করতে হবে।’

আরো পড়ুন:

ভারত কানপুরে যা করেছে টেস্ট ইতিহাসে এমন দেখা যায়নি। প্রথম ইনিংসে ওভার প্রতি তুলেছে ৮.২ রান করে। এতেই মাত্র আড়াই দিনের ম্যাচের পার্থক্য গড়েছে। তাতে বিরাট কোহলি-রোহিত শর্মাদের প্রশংসায় পঞ্চমুখ হাথুরুসসিংহে। 

অন্যদিকে বাংলাদেশ আবারও ব্যাটারদের ব্যর্থতা দেখেছে। আগ্রাসী ব্যাটিংয়ের সামনে বোলিং বিভাগ যে কতটা অসহায় তাও দেখা গেলো। 

‘আমরা সামর্থ্য অনুযায়ী খেলতে পারিনি। তবে এমন নয় যে উন্নতি হচ্ছে না। ২০১৭ সালে ভারতে এসেছিলাম, এর চেয়ে এখন আরও উন্নত। আমরাও উন্নতি করছি। এখনও অনেক কিছু করার আছে। ভারতের সিস্টেম, সুযোগ-সুবিধারও উন্নতি হয়েছে।’
 
বাংলাদেশ প্রথম ইনিংসে করে ২৩৩ রান। জবাবে ভারত ধুম ধাড়াক্কা ব্যাটিংয়ে মাত্র ৩৪.৪ ওভারে তোলে ২৮৫ রান। বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ৫২ রানে পিছিয়ে থেকে ব্যাটিং শুরু করে। যোগ করতে পারে মাত্র ৯৪ রান। ৯৫ রানের লক্ষ্যে খেলতে নেমে মাত্র ৩ উইকেট হারিয়ে জয়ের দেখা পায় ভারত। 
২০১৭—এর পর ২০১৯ সালেও ভারত সফরে এসেছিল বাংলাদেশ। সেবার আর এবারের পারফরম্যান্সে খুব একটা বেশি পার্থক্য নেই। তবে এমন হার মানতেই পারছেন না কোচ, ‘এই হার আমাদের অনেক কষ্ট দিচ্ছে। ভারতের এমন এপ্রোচ আমরা আগে দেখিনি। রোহিত ও ওর দলকে কৃতিত্ব দিতেই হবে, এমন এপ্রোচে ম্যাচ জেতার জন্য। তবে আমাদের পারফরম্যান্স মেনে নেওয়া কঠিন।’

অথচ বাংলাদেশ ভারতে পা রাখে পাকিস্তানের মাটিতে ইতিহাস গড়ে। এখানে এসেই দেখতে হলো মুদ্রার উল্টো পিঠ। কোচ হাথুরুসিংহে প্রশংসা করছেন ভারতীয় ক্রিকেটারদের। তুলনায় গিয়ে ভারতকে রাখছেন এগিয়ে। 

‘এই সিরিজে ব্যাটিং খুব হতাশাজনক। সর্বশেষ সিরিজে কয়েকজন ভালো খেলেছিল। তবে আমরা গত কয়েক সিরিজ ধরেই আমাদের সামর্থ্য অনুযায়ী ব্যাট করতে পারছি না। এমন ব্যাটিংয়ের আরেক কারণ হতে পারে প্রতিপক্ষের বোলিং কোয়ালিটি। ভারত খুবই ভালো দল। আমরা শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাব। সেরা দলের বিপক্ষে খেলাগুলো এমনই হয়।’

‘পাকিস্তানে খুব ভালো একটা সিরিজ শেষ করে আমরা এখানে এসেছিলাম। আমরা জানতাম এখানে বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। আমরা খুব বেশি ভেঙে পড়িনি। পাকিস্তানে কোথায় ভালো করেছি, এখানে কোথাও ভালো করিনি আমরা জানি।’

রিয়াদ/আমিনুল


সর্বশেষ

পাঠকপ্রিয়