ঢাকা     শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৭ ১৪৩১

বড় জয়ে ঘুরে দাঁড়ালো বার্সা

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৭, ২ অক্টোবর ২০২৪   আপডেট: ০৯:২৪, ২ অক্টোবর ২০২৪
বড় জয়ে ঘুরে দাঁড়ালো বার্সা

উয়েফা চ্যাম্পিয়নস লিগের এবারের আসর হার দিয়ে শুরু হয়েছিল বার্সেলোনার। মোনাকোর কাছে তারা হেরেছিল ২-১ গোলে। কিন্তু পরের ম্যাচেই বড় জয়ে ঘুরে দাঁড়ালো কাতালানরা। মঙ্গলবার (০১ অক্টোবর) দিবাগত রাতে ঘরের মাঠে সুইজারল্যান্ডের ক্লাব ইয়াং বয়েজকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। এই জয়ে জোড়া গোল করেছেন রবার্ত লেভানডোভস্কি। একটি করে গোল পেয়েছেন রাফিনহা ও ইনিগো মার্টিনেজ। একটি গোল এসেছে আত্মঘাতী খাত থেকে।

ইয়াং বয়েজের বিপক্ষে ম্যাচের শুরু থেকেই দারুণ প্রভাব বিস্তার করে খেলে বার্সা। ম্যাচের ৭৫ শতাংশ বলের দখল ছিল তাদের কাছে। তাতে ৩৭ মিনিটের মধ্যেই এগিয়ে যায় ৩-০ ব্যবধানে।

অষ্টম মিনিটে রাফিনহার বাড়িয়ে দেওয়া বল পেয়ে খুব কাছ থেকে বাম পায়ের শটে জালে জড়ান লেভানডোভস্কি। ৩৪ মিনিটে গোলের দেখা পেয়ে যান রাফিনহাও। এ সময় কর্নার পায় বার্সা। কর্নার থেকে আসা বলে বাম পায়ে শট নিয়ে লক্ষ্যভেদ করেন ব্রাজিলিয়ান এই তারকা।

আরো পড়ুন:

৩৭ মিনিটে গোল পান ইনিগো। এ সময় ফ্রি কিক পায় বার্সা। ফ্রি কিক থেকে লামিনে ইয়ামালের ক্রসে বাড়িয়ে দেওয়া বলে হেড নিয়ে জালে জড়ান স্প্যানিশ সেন্টারব্যাক। তাতে ৩-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় হ্যান্সি ফ্লিকের শিষ্যরা।

বিরতির পর ৫১ মিনিটে জোড়া গোল পূর্ণ করেন লেভানডোভস্কি। তাতে ব্যবধান বেড়ে হয় ৪-০। এ সময় কর্নার পায় কাতালানরা। কর্নার থেকে ইনিগোর বাড়ানো বলে খুব কাছ থেকে হেড নিয়ে নিশানা ভেদ করেন পোলিস স্ট্রাইকার।

আক্রমণে, পাল্টা আক্রমণে ইয়াং বয়েজকে ব্যতিব্যস্ত করে রাখা বার্সা ৮১ মিনিটে আরও একটি গোল পায়। সেটি অবশ্য আত্মঘাতী খাত থেকে আসে। এ সময় সুইস ক্লাবটির মোহামেদ আলী কামার নিজেদের জালে বল জড়িয়ে দিলে বার্সেলোনার ৫-০ ব্যবধানের জয় নিশ্চিত হয়।

ঢাকা/আমিনুল


সর্বশেষ

পাঠকপ্রিয়