ঢাকা     বুধবার   ০২ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ১৭ ১৪৩১

ম্যানসিটিতে ধরাশায়ী ব্রাতিসোয়াভা

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৫, ২ অক্টোবর ২০২৪  
ম্যানসিটিতে ধরাশায়ী ব্রাতিসোয়াভা

উয়েফা চ্যাম্পিয়নস লিগের ২০২৩ আসরের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। অবশ্য এবারের (২০২৪-২৫) আসরে সাবেক চ্যাম্পিয়নদের শুরুটা ভালো হয়নি। এসি মিলানের সঙ্গে প্রথম ম্যাচেই পয়েন্ট ভাগাভাগি করেছিল তারা। তবে ফিরতি ম্যাচে বড় জয় তুলে নিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি। মঙ্গলবার (০১ অক্টোবর) দিবাগত রাতে স্লোভাকিয়ার ক্লাব সোওভান ব্রাতিসোয়াভাকে ৪-০ গোলে হারিয়ে পূর্ণ পয়েন্ট তুলে নিয়েছে।

এদিন ম্যাচের অষ্টম মিনিটেই এগিয়ে যায় ম্যানসিটি। এ সময় ডানদিক থেকে ম্যানসিটির খেলোয়াড়ের নেওয়া শট পেনাল্টি বক্সের সামনে নিচু হয়ে হেড দিয়ে ফেরান ব্রাতিসোয়াভার রক্ষণ ভাগের খেলোয়াড়। সেটা চলে আসে ডি বক্সের লাইনের সামনে থাকা ইলকে গুনদোগানের কাছে। তিনি ডান পায়ের শটে বল জালে জড়ান।

১৫ মিনিটের মাথায় ব্যবধান দ্বিগুণ করেন ফিল ফোডেন। এ সময় ডানদিক দিয়ে বক্সের মধ্যে ঢুকে পড়েন জেরেমি ডকু। এরপর বাড়িয়ে দেন ফাঁকায় থাকা ফোডেনকে। তিনি বল পেয়ে বাম পায়ের শটে গোল করেন।

আরো পড়ুন:

বিরতির পর ৫৮ মিনিটে গোল পান আরলিং হালান্ডাও। এ সময় মাঝমাঠ থেকে আচমকা বল বাড়িয়ে দেন রিকো লুইস। সেটা পেয়ে যান হালান্ড। তাকে রুখতে সামনে এগিয়ে আসেন ব্রাতিসোয়াভার গোলরক্ষক। তাকে কাটিয়ে ফাঁকা পোস্টে বল জড়িয়ে দেন নরওয়েজিয়ান স্ট্রাইকার।

৭৪ মিনিটে ব্রাতিসোয়াভার জালে চতুর্থ গোলটি জড়ান জেমস ম্যাকাটি। এ সময় ডি বক্সের বাইরে থেকে ভেতরে থাকা ম্যাকাটিকে বল বাড়িয়ে দেন ফোডেন। সেটা পেয়ে একটু এগিয়ে বাম পায়ে জোরালো শট নেন। বল গিয়ে জাল কাঁপায়। তাতে ৪-০ গোলের দাপুটে জয় নিয়ে মাঠ ছাড়ে পেপ গার্দিওলার শিষ্যরা।

ঢাকা/আমিনুল


সর্বশেষ

পাঠকপ্রিয়