দুই ম্যাচ পর আর্জেন্টিনা দলে মেসি
কোপা আমেরিকার ফাইনালে পাওয়া চোটের কারণে জাতীয় দলের হয়ে সবশেষ দুই ম্যাচে মাঠে নামতে পারেননি লিওনেল মেসি। অবশেষে চোট কাটিয়ে জাতীয় দলের স্কোয়াডে ফিরেছেন আর্জেন্টিনা অধিনায়ক। বিশ্বকাপ বাছাইয়ের পরবর্তী দুই ম্যাচের জন্য মেসিকে রেখে স্কোয়াড দিয়েছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।
২০২৬ বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে পরের দুই ম্যাচে ভেনেজুয়েলা ও বলিভিয়ার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। এই দুই ম্যাচের জন্য ঘোষিত ২৭ সদস্যের স্কোয়াডে মেসি ছাড়াও নতুন মুখ নিকো পাসকে দলে রেখেছেন স্কালোনি।
গত কোপা আমেরিকার ফাইনালে অ্যাঙ্কেলে পাওয়া চোটের কারণে সেপ্টেম্বরে চিলি ও কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের দলে ছিলেন না মেসি। চিলির বিপক্ষে ৩-০ গোলে জিতলেও, কলম্বিয়ার কাছে ২-১ গোলে হেরে যায় আর্জেন্টিনা।
এদিকে দলে নতুন মুখ হিসেবে ডাক পাওয়া পাস খেলেন রিয়ালের হয়ে। এর আগে নিকো পাস ২০২২ সালের মার্চেও একবার জাতীয় দলে ডাক পেয়েছিলেন। পাস ছাড়াও দলে ফিরেছেন নিকোলাস তাগলিয়াফিকো, লিওনার্দো বেলার্দি ও এসেকিয়েল পালাসিওস।
গত মাসের দল থেকে এবার নেই ফরোয়ার্ড মাতিয়াস সুলে, ভালেন্তিন কাস্তেয়ানোস, গিলানো সিমেওনে, মিডফিল্ডার ভালেন্তিন বার্কো, এসেকিয়েল ফার্নান্দেজ ও গিদো রদ্রিগেজ। ফিফার দুই ম্যাচের নিষেধাজ্ঞা পাওয়ায় দলে নেই এমিলিয়ানো মার্তিনেজ।
আগামী ১০ অক্টোবর ভেনেজুয়েলার মাঠে খেলবে আর্জেন্টিনা। ১৫ অক্টোবর ঘরের মাঠে বলিভিয়ার মুখোমুখি হবে তিনবারের বিশ্বকাপ জয়ীরা।
২০২৬ বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে ৮ ম্যাচে ছয় জয়ে ১৮ পয়েন্ট নিয়ে ১০ দলের তালিকায় শীর্ষে আছে আর্জেন্টিনা। তাদের সমান ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ভেনেজুয়েলা ছয়ে, ৯ পয়েন্ট নিয়ে বলিভিয়া আটে আছে।
ভেনেজুয়েলা ও বলিভিয়ার বিপক্ষে আর্জেন্টিনা দল:
গোলরক্ষক: ওয়াল্তার বেনিতেজ, জেরোনিমো রুলি ও হুয়ান মুসো
ডিফেন্ডার: গনজালো মন্তিয়েল, নাহুয়েল মোলিনা, ক্রিস্তিয়ান রোমেরো, লিওনার্দো বেলার্দি, হেরমান পেস্সেইয়া, নিকোলাস ওতামেন্ডি, লিসান্দ্রো মার্তিনেজ, মার্কোস আকুনা, নিকোলাস তাগলিয়াফিকো।
মিডফিল্ডার: লিয়ান্দ্রো পারেদেস, আলেক্সিস ম্যাক আলিস্টার, রদ্রিগো ডি পল, এসেকিয়েল পালাসিওস, এনজো ফার্নান্দেজ, জিওভানি লো সেলসো, থিয়াগো আলমাদা।
ফরোয়ার্ড: নিকোলাস গনজালেস, আলেসান্দ্রো গারনাচো, নিকো পাস, ভালেন্তিন কারবোনি, জুলিয়ান আলভারেজ, লাউতারো মার্তিনেজ, লিওনেল মেসি, পাওলো দিবালা।
ঢাকা/বিজয়