ঢাকা     শুক্রবার   ২০ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৫ ১৪৩১

ফ্রান্সের দল ঘোষণা, নেই এমবাপ্পে

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০৯, ৩ অক্টোবর ২০২৪   আপডেট: ২১:৪৪, ৩ অক্টোবর ২০২৪
ফ্রান্সের দল ঘোষণা, নেই এমবাপ্পে

আগামী সপ্তাহে উয়েফা ন্যাশন্স লিগের ম্যাচে ইসরায়েল ও বেলজিয়ামের মুখোমুখি হবে ফ্রান্স। এই দুই ম্যাচকে সামনে রেখে আজ বৃহস্পতিবার (০৩ অক্টোবর) দল ঘোষণা করেছে তারা। তবে এই দলে নেই অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। মূলত ইনজুরি থেকে সেরে ওঠার প্রক্রিয়ার মধ্যে থাকায় তাকে রাখা হয়নি দলে।

গেল ২৪ সেপ্টেম্বর লা লিগায় আলাভেসের বিপক্ষে রিয়ালের ৩-২ ব্যবধানে জয় পাওয়া ম্যাচে চোটে পড়েন এমবাপ্পে। তখন জানা গিয়েছিল আগামী তিন সপ্তাহ খেলতে পারবেন না তিনি। যদিও বুধবার দিবাগত রাতে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে লিলের বিপক্ষে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমেছিলেন তিনি। কিন্তু রিয়ালের ১-০ ব্যবধানের হার ঠেকাতে পারেননি।

তবুও দিদিয়ের দেশম এমবাপ্পেকে রাখেননি দলে। মূলত তাকে পুরোপুরি সেরে উঠতে সময় দিতেই এই সিদ্ধান্ত নেন ফ্রান্সের কোচ। এ বিষয়ে দেশম বলেছেন, ‘আমি এমবাপ্পের সঙ্গে তার শারীরিক অবস্থা নিয়ে কথা বলেছিলাম। বুধবার বদলি খেলোয়াড় হিসেবে নামলেও তার বিষয়টা এখনও পরিস্কার নয়। শনিবার তার আরও একটি ম্যাচ রয়েছে। সেই ম্যাচ খেলতে পারবে কিনা প্রশ্ন আছে।’

আরো পড়ুন:

তিনি আরও বলেছেন, ‘তার যে সমস্যা সেটা গুরুতর নয়। তবে চিকিৎসা দরকার পুরোপুরি সেরে উঠতে। আমি আসলে তার বিষয়ে ঝুঁকি নিতে চাইনি। সে কারণেই তাকে দলে রাখা হয়নি।’

দুদিন আগে আঁতোয়ান গ্রিজমান হঠাৎ অবসর ঘোষণা করেন। তারপর এবার এমবাপ্পেকেও পাচ্ছেন না দেশম। ২০১৩ সালের পর এই প্রথম এমবাপ্পে ও গ্রিজমান একসঙ্গে নেই ফ্রান্স দলে। সেক্ষেত্রে ক্রিস্টোফার এনকুনকে, মাইকেল ওলিস ও ব্রাডলি বারকোলাকে দলে নিয়েছেন দেশম।

গ্রিজমানের বিষয়ে দেশম বলেছেন, ‘তাকে না পাওয়াটা সত্যিই বিস্ময়কর। সে জাতীয় দলের জন্য যা কিছু করেছে, জাতীয় দলকে যা কিছু দিয়েছে সেটার জন্য আমি কেবল তাকে ধন্যবাদ জানাতে পারি।’

আগামী ১১ অক্টোবর ইসরায়েলের বিপক্ষে ও ১৪ অক্টোবর বেলজিয়ামের বিপক্ষে খেলবে ফ্রান্স।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়