ঢাকা     শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৭ ১৪৩১

ভারতের বড় দলকে হারিয়েছি, এবারও বড় সুযোগ আছে: তাওহীদ

ক্রীড়া প্রতিবেদক, গোয়ালিয়র থেকে  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৬, ৫ অক্টোবর ২০২৪   আপডেট: ১৫:১০, ৫ অক্টোবর ২০২৪
ভারতের বড় দলকে হারিয়েছি, এবারও বড় সুযোগ আছে: তাওহীদ

তাওহীদ হৃদয়। ছবি: রাইজিংবিডি

২০১৯ সালে নয়াদিল্লিতে টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে ভারতকে হারিয়ে চমকে দিয়েছিল বাংলাদেশ। ৫ বছর পর আরও একটি সিরিজের সামনে বাংলাদেশ। এবার কি এমন কোনো ধামাকা আসছে? 

গোয়ালিয়রে ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে এমন প্রশ্নের মুখোমুখি হন ব্যাটার তাওহীদ হৃদয়। হাসিমুখে ধামাকা দেওয়ার ভাবনা নেই জানালেও তাদের চাওয়া সিরিজ জয়।

‘ধামাকা বা এরকম কিছু আমাদের মাথায় নেই, সত্যি কথা। যেটা আগেও বললাম, আমরা জেতার জন্যই খেলবো। আমাদের অবশ্য লক্ষ্য আছে যাতে আমরা সিরিজটা জিততে পারি, ভালো ক্রিকেট খেলতে পারি। এটাই, আমরা এরকম (ধামাকা) চিন্তা ভাবনা করছি না। আমরা ম্যাচ বাই ম্যাচ কীভাবে ভালো করা যায় সেটাই (ভাবছি)।’

আরো পড়ুন:

সিরিজ শুরুর আগের দিন অলিখিত নিয়ম হিসেবে সংবাদ সম্মেলনে আসেন অধিনায়ক। গতকাল নাজমুল হোসেন শান্ত সংবাদমাধ্যমে কথা বলায় আজ আসেন তাওহীদ। নিজেদের প্রস্তুতি ও লক্ষ্য নিয়ে নানা প্রশ্নের উত্তর দিয়েছেন সুক্ষ্মভাবে।  

ভারতের এই দলে নেই রোহিত শর্মা, বিরাট কোহলি থেকে শুরু করে জাসপ্রীত বুমরাহর মতো বড় তারকা। টি-টোয়েন্টি বিশ্বকাপে একঝাঁক তারকা ক্রিকেটার অবসর নেয়ায় এক প্রকার নতুন দল নিয়েই নামছে স্বাগতিক ভারত। স্বাভাবিক ভাবে প্রশ্ন ওঠে, এবার হারানোর সুযোগ কি একটু বেশি কি না?

কিছুটা কৌশলী উত্তরে তাওহীদ বলেন, ‘হতে পারে। এভাবে আমরা চিন্তা করি না। আমরা যখন মাঠে খেলতে নামি তখন প্লেয়ার কে আছে কে নাই, এগুলো ওভাবে মাথায় কাজ করে না। আমরা সবসময় আমাদের দিকটা ফোকাস করি। আমাদের যে প্রক্রিয়া আছে সেগুলো মেইনটেইন করার চেষ্টা করি।’

এরপরই বললেন আসল কথা, ‘হয়তোবা সুযোগ আছে হারানোর, এমন না যে তাদের বড় টিমকে আমরা হারাইনি। বড় টিম ছোট টিম বলে টি-টোয়েন্টি ক্রিকেটে কিছু নেই। আমার কাছে মনে হয় পার্টিকুলার ডে-তে যে ভালো করবে সেই (জিতবে)।’

গোয়ালিয়রে এই নিয়ে তৃতীয় দিন অনুশীলন করছে বাংলাদেশ। অতিরিক্ত গরমে দুপুর নাগাদ অনুশীলন শুরু হওয়ায় আজ আসেন ১০ জন ক্রিকেটার। আগামীকাল রোববার (৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় শ্রীমন্ত মাধভরাও ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। এখন পর্যন্ত ১৪ বার মুখোমুখি লড়াইয়ে নেমে বাংলাদেশ জিততে পেরেছে মাত্র ১টিতে। 

জয়ের সুযোগ আছে জানিয়ে হৃদয় বলেন, ‘এখানে আমাদের খুব ভালো সুযোগ আছে পারফর্ম করার। আমরা অবশ্যই জিততে চাইব। এটাই, আর কিছু নয়।’

গোয়ালিয়র/রিয়াদ/বিজয় 


সর্বশেষ

পাঠকপ্রিয়