ঢাকা     শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

স্টোকসকে ছাড়াই মুলতানে নামছে ইংল্যান্ড

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩২, ৫ অক্টোবর ২০২৪   আপডেট: ১৯:৩৪, ৫ অক্টোবর ২০২৪
স্টোকসকে ছাড়াই মুলতানে নামছে ইংল্যান্ড

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে মাঠে নামতে যাচ্ছে ইংল্যান্ড। এই সিরিজে নিয়মিত অধিনায়ক বেন স্টোকসকে পাচ্ছে না তারা। এর মধ্যেই মুলতান টেস্টের একাদশ ঘোষণা করে দিয়েছে ইংলিশরা।

শনিবার (৫ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে নিজেদের একাদশ ঘোষণা করে ইংল্যান্ড। তাতে নিয়মিত অধিনায়ক বেন স্টোকসকে থাকতে হচ্ছে সেরা এগারোর বাইরে। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিবেন ওপেনিং ব্যাটার ওলি পোপ।

মুলতানে অভিষেক হচ্ছে কাউন্টি দল ডারহামের হয়ে খেলা পেসার ব্র্যাডন কার্সের। এছাড়াও দীর্ঘ সময় পর একাদশে ফিরছেন জ্যাক লিচ। সবশেষে চলতি বছরের জানুয়ারিতে ইংল্যান্ডের জার্সি গায়ে মাঠে নেমেছিলেন লিচ। আঙ্গুলের চোট কাটিয়ে দলে ফিরেছেন জ্যাক ক্রুলিও।

আরো পড়ুন:

সোমবার (৭ অক্টোবর) মুলতান ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে ইংল্যান্ড ও পাকিস্তান। এই সিরিজে পাকিস্তানকে নেতৃতে দিচ্ছেন ওপেনার ব্যাটার শান মাসুদ।

ইংল্যান্ড একাদশ: জ্যাক ক্রুলি, বেন ডাকেট, ওলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, জেমি স্মিথ, ক্রিস ওকস, গাস অ্যাটকিনসন, ব্র্যাডন কার্স, জ্যাক লিচ এবং শোয়েব বশির।

ঢাকা/বিজয়


সর্বশেষ

পাঠকপ্রিয়