ইংল্যান্ডের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে শুরুটা দারুণ করেছে বাংলাদেশ। স্কটল্যান্ডকে হারিয়ে নবম আসরে শুভসূচনা করেছে নিগার সুলতানা জ্যোতির দল। নিজেদের দ্বিতীয় ম্যাচে এবার শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছে টাইগ্রেসরা।
শনিবার (৫ অক্টোবর) আরব আমিরাতে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক হিদার নাইট।
আজ একটি পরবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। টপ অর্ডার ব্যাটার সোবহানা মোস্তারির জায়গায় নেওয়া হয়েছে দিলারা আক্তারকে। এদিকে ইংল্যান্ড একাদশে চার স্পিনার নিয়ে খেলতে নেমেছে।
বাংলাদেশের একাদশ: সাথী রানী, মুর্শিদা খাতুন, দিলারা আক্তার, নিগার সুলতানা (অধিনায়ক ও উইকেটরক্ষক), তাজ নেহার, ঝর্ণা আক্তার, রিতু মনি, ফাহিমা খাতুন, রাবেয়া খান, নাহিদা আক্তার ও মারুফা আক্তার
ঢাকা/বিজয়