ঢাকা     শনিবার   ০৫ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ২০ ১৪৩১

বাংলাদেশের বিপক্ষে নামার আগে সুরিয়ার ‘দুঃখ’ প্রকাশ

ক্রীড়া প্রতিবেদক, গোয়ালিয়র থেকে  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪৩, ৫ অক্টোবর ২০২৪   আপডেট: ২১:৪৫, ৫ অক্টোবর ২০২৪
বাংলাদেশের বিপক্ষে নামার আগে সুরিয়ার ‘দুঃখ’ প্রকাশ

নির্ধারিত সময়ের আধঘণ্টা পেরিয়ে গেছে। তবুও ভারত অধিনায়ক সুরিয়া কুমার যাদবের কোনো দেখা নেই। অনুশীলনের জন্য দল মাঠে আসার খবর শুনে সংবাদ সম্মেলন কক্ষে অপেক্ষামান সংবাদকর্মীদের মাঝে আশার সঞ্চার ঘটে। কিন্তু তবুও দেখা মেলে না। 

বাংলাদেশ-ভারত টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগের দিন শনিবার (৫ অক্টোবর) গোয়ালিয়রে এম কাণ্ড ঘটে। সুরিয়া আসেন, তবে দুই ঘণ্টা দেরিতে, সন্ধ্যা সাড়ে ৬টার পর।  ততক্ষণে অনেকে সংবাদ সম্মেলন কক্ষ ত্যাগ করেন। 

সংবাদ সম্মেলন শুরুর আগে মিডিয়া ম্যানেজার দুঃখ প্রকাশ করে বলেন, ‘দেরি হওয়ার জন্য ক্ষমাপ্রার্থী।’

মিডিয়া ম্যানেজারের দুঃখ প্রকাশের পরই কথা বলে ওঠেন সুরিয়া। তিনিও একই সুরে বলেন, ‘দেরি করে আসার জন্য ক্ষমা চাচ্ছি।’

দেরি করে আসার কারণ জানা গেলো সংবাদ সম্মেলনের পর। বিকেল ৫টা নাগাদ শ্রীমান্ত মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়ামে আসে ভারতীয় দল। অনুশীলনের আগেই সংবাদ সম্মেলন করার কথা ছিল। কিন্তু সুরিয়া এসেই নেমে যান অনুশীলনে, তাই আগে আসা হয়নি। 

তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ হবে আগামীকাল বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়। এই প্রথম গোয়ালিয়রের এই স্টেডিয়ামে আন্তর্জাতিক ক্রিকেট হচ্ছে। তার আগে আজ দুপুর থেকে বিকেল পর্যন্ত অনুশীলন করে বাংলাদেশ। আর ভারতীয় দল অনুশীলন করে ফ্লাডলাইটের আলোতে। 

গোয়ালিয়র/রিয়াদ


সর্বশেষ

পাঠকপ্রিয়