ঢাকা     রোববার   ০৬ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ২১ ১৪৩১

ভিয়ারিয়ালকে হারিয়ে বার্সেলোনার পাশে রিয়াল

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩০, ৬ অক্টোবর ২০২৪   আপডেট: ১০:৩১, ৬ অক্টোবর ২০২৪
ভিয়ারিয়ালকে হারিয়ে বার্সেলোনার পাশে রিয়াল

লা লিগায় চলতি মৌসুমে শিরোপার লড়াই ভালোভাবেই জমে উঠেছে। শুরুতে বার্সেলোনা এগিয়ে থাকলেও এখন সমানে সমান। মূলত এক ম্যাচে হ্যান্সি ফ্লিকের দল হোঁচট খাওয়ায় আসর জমে ক্ষীর। সবশেষ ভিয়ারিয়ালকে ২-০ গোলে হারিয়ে আবারও বার্সেলোনার সঙ্গে পয়েন্টের ব্যবধান শূন্যতে নামিয়ে এনেছে রিয়াল।

সান্তিয়াগো বার্নাব্যুতে শনিবার (০৫ অক্টোবর) রাতে রিয়ালের হয়ে গোল দুটি করেন ফেদে ভালভার্দে ও ভিনিসিউস জুনিয়র। ভালভার্দে দলকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ান ব্রাজিলিয়ান তারকা ভিনিসিউস।

ম্যাচের শুরু থেকেই চেনা মাঠে দারুণ খেলতে থাকে রিয়াল। তাতে চতুর্দশ মিনিটেই এগিয়ে যায় তারা। লুকা মদ্রিচের নিচু ক্রস ধরে অনেক দূর থেকে বুলেট গতির শট নেন উরুগুয়ের মিডফিল্ডার ভালভার্দে। দুই দলের অনেক খেলোয়াড়ের মাঝ দিয়ে গিয়ে বল ঠিকানা খুঁজে পায়। গোলরক্ষকের কিছুই করার ছিলো না।

আরো পড়ুন:

প্রথমার্ধে আর তেমন কোনো সুযোগ পায়নি দুই দল। দ্বিতীয়ার্ধেও দাপট বজায় রেখে খেলতে থাকে রিয়াল। তাতে সাফল্যের দেখা মেলে ৭৩তম মিনিটে। তার জোরাল শটে বল ওপরের কোণা দিয়ে জালে জড়ায়।

এই জয়ে ৯ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে বার্সেলোনার পাশে বসেছে রিয়াল। তবে বার্সা এক ম্যাচ কম খেলেছে। আজ অবশ্য তাদের সামনে সুযোগ রয়েছে রিয়ালকে ছাড়িয়ে যাওয়ার। আজ আলাভেসের মাঠে নামবে হান্সি ফ্লিকের দল।

ঢাকা/বিজয়


সর্বশেষ

পাঠকপ্রিয়