ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

দারুণ জয়ে রেকর্ড থেকে এক ধাপ দূরে মেসিরা

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৫, ৬ অক্টোবর ২০২৪   আপডেট: ১১:৫৯, ৬ অক্টোবর ২০২৪
দারুণ জয়ে রেকর্ড থেকে এক ধাপ দূরে মেসিরা

ইন্টার মায়ামির জয়রথ ছুটছেই। আগের ম্যাচে জয় তুলে নিশ্চিত করেছিল কমিউনিটি শিল্ড। আর এবার জয় তুলে রেকর্ডের আরও কাছে পৌঁছে গেল মেজর লিগের দলটি। মেজর লিগ সকারের ম্যাচে টরেন্টো এফসিকে ১-০ গোলে হারিয়ে পয়েন্টের রেকর্ডের আরও এক ধাপ কাছে এগিয়ে গেল মায়ামি।

শনিবার (৫ অক্টোবর) মায়ামির হয়ে জয়সূচক গোলটি করেন লিওনার্দো কাম্পানা। এই জয়ে লিগের ইস্টার্ন কনফারেন্সে এখন ৩৩ ম্যাচে ৭১ পয়েন্ট মায়ামির। আর ২ পয়েন্ট পেলেই এক আসরে সবচেয়ে বেশি পয়েন্টের রেকর্ড গড়বে মায়ামির। ২০২১ সালে ৭৩ পয়েন্ট নিয়ে রেকর্ডটি গড়ে নিউ ইংল্যান্ড।

মজার ব্যাপার হলো, রেকর্ডের পথে শেষ ম্যাচে সেই নিউ ইংল্যান্ডকেই সামনে পাচ্ছে মায়ামি। নিয়মিত মৌসুমের শেষ দিনে নিজেদের মাঠে মেসিরা ম্যাচটি খেলবেন আগামী ১৯ অক্টোবর।

আরো পড়ুন:

টরেন্টোর বিপক্ষে ম্যাচে নিয়মিত একাদশের কয়েকজনকে ছাড়াই দল নামান মায়ামি কোচ। তাতে প্রথমার্ধে মায়ামি রক্ষণ জমাট বেঁধে খেললেও আক্রমণে তেমন সক্রিয় দেখা যায়নি। তবে দ্বিতীয়ার্ধের ৬০তম মিনিটে লিওনেল মেসি ও সার্জিও বুসকেটস নামলে খেলার ধরণ বদলে যায়।

দ্বিতীয়ার্ধেও আক্রমণের পর আক্রমণ করেও গোলের দেখা পায়নি মায়ামি। ম্যাচ যখন পয়েন্ট ভাগাভাগির দিকে এগোচ্ছে, ঠিক তখনই যোগ করা সময়ে ভাগ্য ফিরে তাকায় মায়ামির দিকে। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে সুয়ারেজের সঙ্গে ওয়ান-টু খেলে বল জালে পাঠান ইকুয়েডরের ফরোয়ার্ড।

লিগের নিয়মিত মৌসুমের সামগ্রিক ফলাফলে সবচেয়ে ধারাবাহিক দল হিসেবে সাপোর্টার্স শিল্ড জয় করা মায়ামি এখন চোখ রাখছে পয়েন্টের রেকর্ডে। এরপর এমএলএস কাপের অভিযান শুরু করবে তারা। সাপোর্টার্স শিল্ড জয় করায় নিজেদের ম্যাচগুলো ঘরের মাঠেই খেলতে পারবেন মেসিরা।

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়