ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

রোনালদোর পেনাল্টি গোল, আল নাসরের জয়

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০২, ৬ অক্টোবর ২০২৪   আপডেট: ১৩:০৭, ৬ অক্টোবর ২০২৪
রোনালদোর পেনাল্টি গোল, আল নাসরের জয়

সৌদি প্রো লিগে চলতি মৌসুমে গোলের ধারাবাহিকতা ধরে রেখেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সেই সঙ্গে জয়ের ধারায় ছুটে চলছে তার দল আল নাসর। সৌদি প্রো লিগে আল ওরোউবাকে ৩-০ ব্যবধানে হারিয়েছে আল নাসর। দলের জয়ে একটি গোল করেছেন রোনালদো, অন্য দুটি সাদিও মানে।

নিজেদের মাঠে কাল রাতে ম্যাচের ১৭ মিনিটেই এগিয়ে যায় আল নাসর। শুরুতেই পেনাল্টি থেকে গোলটি করেছেন রোনালদো। চলতি মৌসুমে রোনালদোর গোল হলো ৮টি। সব মিলিয়ে তার গোল এখন ৯০৫টি। ক্লাব ও আন্তর্জাতিক ফুটবল মিলিয়ে ক্যারিয়ারে ১০০০ গোলের মাইলফলক ছোঁয়ার পথেই রয়েছেন পর্তুগিজ তারকা।

আল নাসরের দ্বিতীয় গোলটি করেন সাদিও মানে। প্রথমার্ধের ২৯তম মিনিটে রোনালদোর সহায়তায় জাল খুঁজে নেন সেনেগাল তারকা। দ্বিতীয়ার্ধের ৭১ মিনিটে নিজের দ্বিতীয় গোলের সঙ্গে দলের জয়ও নিশ্চিত করেন মানে।

আরো পড়ুন:

এই জয়েও অবশ্য পয়েন্ট টেবিলের শীর্ষে পৌঁছাতে পারেনি আল নাসর। ৬ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে তিনে তারা। শীর্ষে আছে নেইমারের আল হিলাল। ৬ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে গেলবারের শিরোপাধারীরা। সমান ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আল ইত্তিহাদ। 

ঢাকা/বিজয়


সর্বশেষ

পাঠকপ্রিয়