ঢাকা     শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

কুককে ছাড়িয়ে সেরা পাঁচে রুট

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩০, ৯ অক্টোবর ২০২৪   আপডেট: ১৬:০৮, ৯ অক্টোবর ২০২৪
কুককে ছাড়িয়ে সেরা পাঁচে রুট

জো রুট মানেই রানের ফোয়ারা। মঠে নামলেই যেন তার ব্যাট ঘুমিয়ে ঘুমিয়ে কথা বলে। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজেও আরেকবার রানের ফোয়ারা ছোটালেন রুট। সেই সঙ্গে ছুঁয়ে ফেললেন একটি রেকর্ড। অ্যালিস্টার কুককে ছাড়িয়ে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ রানের মাইলফলক ছুঁয়ে ফেলছেন রুট।

পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে টেস্ট ক্রিকেটে ইংল্যান্ডের সবচেয়ে বেশি রানের মালিক হতে ৭১ রান দরকার ছিল রুটের। প্রথম সুযোগেই সেই কাজটা সেরে ফেললেন ৩৩ বছর বয়সী ব্যাটসম্যান। তৃতীয় দিনে আমের জামালকে অন ড্রাইভে চার মেরে কুককে ছাড়িয়ে গেছেন। মুলতানে ভালো অবস্থানে আছে ইংল্যান্ডও।

কুকের রেকর্ড ছাড়িয়ে যাওয়ার পথে রুট ঢুকে পড়েছেন টেস্ট ইতিহাসের সর্বকালের সেরা পাঁচ রান সংগ্রাহকের তালিকায়। তার ওপরে আছেন শচীন টেন্ডুলকার, রিকি পন্টিং, জ্যাক ক্যালিস ও রাহুল দ্রাবিড়।

আরো পড়ুন:

কুককে ছাড়িয়ে যেতে রুটের লেগেছে ১৪৭ টেস্টের ২৬৮ ইনিংস। যা কুক থেকে ১৪ টেস্ট ও ২৩ ইনিংস কম। কুকের লেগেছিল ১৬১ টেস্টের ২৯১ ইনিংস।

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়