ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

পয়েন্ট হারিয়ে মাঠের দোষ দিলেন স্কালোনি, ক্ষোভ প্রকাশ মেসির

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৫, ১১ অক্টোবর ২০২৪   আপডেট: ১২:২৪, ১১ অক্টোবর ২০২৪
পয়েন্ট হারিয়ে মাঠের দোষ দিলেন স্কালোনি, ক্ষোভ প্রকাশ মেসির

দক্ষিণ আমেরিকান অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ভেনেজুয়েলার সঙ্গে ১-১ গোলে ড্র করে পয়েন্ট খুইয়েছে আর্জেন্টিনা। তবে ফলাফলের চেয়ে এই ম্যাচে বড় বিষয় হয়ে উঠেছে মাঠ। ম্যাচ শুরুর আগে টানা ৩০ মিনিটের বৃষ্টিতে মাঠের অবস্থা প্রায় খেলার অনুপযোগী হয়ে ওঠে। এমন মাঠে খেলানোয় ক্ষোভ প্রকাশ করেছেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। একই সুর কোচ লিওনেল স্কালোনির কণ্ঠেও।

ম্যাচ শেষে ৯০ মিনিটের জমে থাকা ক্ষোভঁ উগড়ে দিয়েছেন স্কালোনি। সংবাদ সম্মেলনে আর্জেন্টিনা কোচ সরাসরি কথাটা বলেননি, তবে তার সব কথা শুনে যা বোঝা গেছে, তা হলো তিনি এমন মাঠে খেলতে চাননি। এমনকি মাঠে টানা দুটি পাসও খেলতে না পারার আক্ষেপ ঝরেছে মেসির কণ্ঠেও।

স্কালোনি বলেন, ‘একটাই ব্যাখ্যা (পয়েন্ট হারানোর) হতে পারে—খেলার জন্য যেমন কন্ডিশন প্রয়োজন, এই ম্যাচে তা ছিল না। অন্তত আজকে নয়। কিন্তু (ম্যাচ চালিয়ে নেওয়ার) সিদ্ধান্তটি নিয়েছেন রেফারি।’

আরো পড়ুন:

আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে স্কালোনি বলেছেন, ‘সিদ্ধান্ত নেন রেফারি, আমি তার সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, বল ঠিকঠাকমতো না এগোলে খেলা বন্ধ করবেন। মাঠে বল ঠিকমতো খেলা যায়নি—আর সেটাই (খেলা বন্ধ) হওয়ার কথা ছিল।’

এদিকে টিওয়াইসি স্পোর্টসকে মেসি বলেছেন, ‘খুব কঠিন ছিল (খেলা)। এতে ম্যাচগুলো খুব কুৎসিত হয়ে যায়। আমরা টানা দুটি পাসও খেলতে পারিনি। দ্বিতীয়ার্ধে ডান প্রান্তে কিছুটা খেলতে পেরেছি। কিন্তু এভাবে খেলা খুব কঠিন। খুব অল্পই খেলা সম্ভব হয়েছে। আমরা যা করতে চেয়েছি মাঠের কারণে সম্ভব হয়নি।’

অবশ্য ম্যাচ ড্র হলেও পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করেছে আর্জেন্টিনা। একইসঙ্গে বিশ্বকাপের মূল পর্বের টিকিট পাওয়ার পথটাও আরেকটু সহজ করল তারা। ৯ ম্যাচে আর্জেন্টিনার পয়েন্ট ১৯। ১৬ অক্টোবর আর্জেন্টিনা পরের ম্যাচ খেলবে বলিভিয়ার বিপক্ষে।

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়