ঢাকা     শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

প্রোটিয়া মেয়েদের ১০৭ রানের টার্গেট দিলো বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৩, ১২ অক্টোবর ২০২৪  
প্রোটিয়া মেয়েদের ১০৭ রানের টার্গেট দিলো বাংলাদেশ

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার মেয়েদের ১০৭ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। আজ শনিবার (১২ অক্টোবর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ আগে ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়ে ১০৬ রান করে।

যদিও শুরুটা হয়েছিল বাংলাদেশের নড়বড়ে। শূন্যরানেই দিলারা আক্তারের উইকেট হারায় টাইগ্রেসরা। ২ বল খেলে শূন্যরানে ফিরেন দিলারা। সেখান থেকে সাথী রানী ও সোবহানা মোস্তারি ৩৬ রান তোলেন দ্বিতীয় উইকেটে। এরপর সাথী ১ চার ও ১ ছক্কায় ১৯ রান করে আউট হন।

তৃতীয় উইকেটে সোবহানা ও নিগার সুলতানা জ্যোতি ৭৫ রান যোগ করেন দলীয় সংগ্রহে। যদিও সেটা ছিল বেশ ধীরগতিতে। ১৮তম ওভারে ৮১ রানের মাথায় সোবহানা ফিরেন ৪৩ বলে ৪ চারে ৩৮ রান করে। নিগার ৩৮ বলে ২ চারে ৩২ রানে অপরাজিত থেকে দলকে ১০৬ পর্যন্ত নিয়ে যান। তার সঙ্গে ৪ রানে অপরাজিত থাকেন শর্না আক্তার।

আরো পড়ুন:

বল হাতে দক্ষিণ আফ্রিকার মারিজানে কাপ ৪ ওভারে ১০ রান দিয়ে ১টি, অ্যানিরি ডার্কসেন ১ ওভারে ৭ রানে ১টি ও ননকুলুলেকো ম্লাবা ৪ ওভারে ১১ রান দিয়ে নেন ১টি উইকেট।

ঢাকা/আমিনুল


সর্বশেষ

পাঠকপ্রিয়