ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সিনেমার থ্রিল-রোমান্স ও ক্রিকেটের উত্তেজনা একত্র হলে মহাবিস্ফোরণ হবে: শাকিব খান

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৫, ১৪ অক্টোবর ২০২৪   আপডেট: ১৯:১৮, ১৪ অক্টোবর ২০২৪
সিনেমার থ্রিল-রোমান্স ও ক্রিকেটের উত্তেজনা একত্র হলে মহাবিস্ফোরণ হবে: শাকিব খান

প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ঢাকা ক্যাপিটালসের হয়ে মালিকানা নিয়েছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। সোমবার (১৪ অক্টোবর) প্লেয়ার্স ড্রাফটে উপস্থিত থেকে নিজের মতো করে দল গুছিয়েছেন শাকিব। দল গোছানোর পর সংবাদ সম্মেলনে মুখোমুখি হয়ে নিজের দল নিয়ে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন ক্রীড়াঙ্গনে যুক্ত হওয়া এই নায়ক।

জানিয়েছেন, লম্বা সময় ধরে ক্রিকেটে কাজ করার ইচ্ছা ছিল তার। সেই স্বপ্ন পূরণ হওয়ায় খুশিতে আত্মহারা শাকিব। তার ভাষ্য, ‘সিনেমা ও ক্রিকেট কীভাবে একসঙ্গে করা যায় সেটা নিয়েই একটা স্বপ্ন ছিল। আমরা সকলেই জানি, সিনেমার থ্রিল-রোমান্স ও ক্রিকেট মাঠের উত্তেজনা এই দুই মহাশক্তি একত্র হলে একটা মহাবিস্ফোরণ হতে পারে। রচিত হতে পারে একটা মহাকাব্য। যার আভাস আমরা যখন দল ঘোষণা করেছি বিপিএলে তখনই পেয়েছি। যখন আমাদের দল ঘোষণা হয় তখন আমরা যেই ভালোবাসা পেয়েছি তখন থেকে আমরা দারুণ সাড়া পেয়েছি। সবাই আমাদের এত ভালোবাসা পেয়েছি যা অবাক করার মতো।’

আরো পড়ুন:

ক্রিকেটের প্রতি নিজের ভালোবাসা প্রকাশ করেছেন এভাবে, ‘আমরা বাংলাদেশ ক্রিকেটকে ভালোবাসি। বাংলাদেশের সিনেমাও যেমন আমাদের ক্রিকেটও আমাদের। আমরা বিপিএলে দল কিনতে পেরে খুব উচ্ছ্বসিত।’

ঢাকাই চলচিত্রে একটি প্রবাদ প্রচলিত আছে, নাম্বার ওয়ান শাকিব খান। এবার বিপিএল মঞ্চেও নিজের দল ঢাকা ক্যাপিটালসকে এক নম্বরে দেখতে চান তিনি, ‘আজ প্রত্যাশামতো দলও সাজাতে পেরেছি। আশা করি নাম্বার ওয়ানের মতো দলটাও তাই হয়েছে। এ ছাড়া ঢাকা ক্যাপিটালসকে নিয়ে আমরা যতটা উচ্ছ্বসিত আমার মনে হয় আমাদের দেশের মানুষ আরও বেশি উচ্ছ্বসিত। ব্যাপারটি আমাকে খুব আনন্দ দিচ্ছে।’

শাকিব বাংলাদেশ দলের বেশ কিছু তারকা ক্রিকেটার দলে ভিড়িয়েছেন। তাদের মধ্যে অন্যতম মোস্তাফিজুর রহমান, লিটন দাস ও তানজিদ হাসান তামিমকে। এছাড়া ড্রাফট থেকে সাব্বির রহমান, হাবিবুর রহমান সোহান, শাহাদাত হোসেন দিপু, মুকিদুল ইসলাম মুগ্ধর মতো পারফর্মার ক্রিকেটারদের দলে নিয়েছেন। এছাড়া বিদেশি ক্রিকেটারদের মধ্যে জনসন চার্লস, স্টিভেন এসকেনজাই, আমির হামজা হোটাক ও সাইম আইয়ুবকে দলে নিয়েছে।

সব মিলিয়ে ড্রাফট থেকে ১০ জন এবং সরাসরি চুক্তিতে ৬ জন, মোট ১৬ জন ক্রিকেটার নিয়ে দল সাজিয়েছে ঢাকা ক্যাপিটালস।

ইয়াসিন/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়