ঢাকা     সোমবার   ১৪ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ২৯ ১৪৩১

পাকিস্তানের স্পিন নির্ভর একাদশ ঘোষণা

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০৪, ১৪ অক্টোবর ২০২৪  
পাকিস্তানের স্পিন নির্ভর একাদশ ঘোষণা

আগামীকাল মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে ইংল্যান্ড ও পাকিস্তান। তার আগে আজ সোমবার স্পিন নির্ভর একাদশ ঘোষণা করেছে তারা। দলে স্বীকৃত কোনো বিশেষজ্ঞ পেস বোলার নেই। পেস বোলিং অলরাউন্ডার হিসেবে আছেন কেবল আমের জামাল।

পাকিস্তান তাদের ব্যাটিং গভীরতা বাড়াতে উদ্বোধনী ব্যাটসম্যান কামরান গুলামকেও রেখেছে একাদশে।

দলে তিনজন বিশেষজ্ঞ স্পিনার রাখা হয়েছে। তারা হলেন- সাজিদ খান, জাহিদ মাহমুদ ও নোমান আলী। স্পিনে ইংল্যান্ডকে ধরাশায়ী করে দ্বিতীয় টেস্ট জিতে সিরিজে সমতা ফেরাতে চায় পাকিস্তান।

আরো পড়ুন:

প্রথম টেস্টে প্রথম ইনিংসে ৫৫৬ রান করেও পাকিস্তান ইনিংস ব্যবধানে হার মানে। এবার দ্বিতীয় টেস্ট জিতে সিরিজে সমতা ফেরাতে পারে কিনা দেখার বিষয়।

দ্বিতীয় টেস্টে পাকিস্তানের একাদশ:
সাইম আইয়ুব, আবদুল্লাহ শফিক, শান মাসুদ (অধিনায়ক), কামরান গুলাম, সৌদ শাকিল (সহ-অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সালমান আলী আগা, আমের জামাল, নোমান আলী, সাজিদ খান ও জাহিদ মাহমুদ।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়