ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৯ ১৪৩১

সাকিবকে রেখে প্রথম টেস্টের স্কোয়াড ঘোষণা

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৭, ১৬ অক্টোবর ২০২৪   আপডেট: ১৭:৩৮, ১৬ অক্টোবর ২০২৪
সাকিবকে রেখে প্রথম টেস্টের স্কোয়াড ঘোষণা

শেষবারের মতো সাকিব আল হাসানের নাম রেখে টেস্ট স্কোয়াড ঘোষণা করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলবেন সাকিব। এমন ঘোষণা আগেই দিয়েছিলেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার।

সাকিবের দেশে ফেরা নিয়ে ছিল জল্পনা কল্পনা, উৎকণ্ঠা। সব শঙ্কা উড়িয়ে বুধবার (১৬ অক্টোবর) বিকেলে প্রথম টেস্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি, সেখানে শেষবারের মতো দেওয়া হলো সাকিবের নাম। বাংলাদেশের ক্রিকেটের ধ্রুবতারা এই টেস্ট খেলেই সাদা পোশাকের জার্সি তুলে রাখবেন।

২০০৭ সালে ভারতের বিপক্ষে টেস্টে সাকিবকে প্রথমবার সুযোগ দিয়েছিল বিসিবি। এরপর ছুটতে থাকেন স্পিন অলরাউন্ডার। কখনো ব্যাট হাতে ঝলমলে পারফরম্যান্স তো কখনো বল হাতে স্পিন বিষ। আবার কখনো অলরাউন্ডার পারফরম্যান্সে সাকিব ডানা মেলে উড়তে থাকেন। পারফরম্যান্সের সুবাদে হয়ে যান বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয়। নিজেকে শুধু লাল-সবুজের জার্সিতেই সীমাবদ্ধ রাখেননি। ২২ গজে নজরকাড়া পারফরম্যান্স দিয়ে হয়েছেন বিশ্বের সেরা অলরাউন্ডার।

আরো পড়ুন:

১৭ বছরের ক্যারিয়ারে পারফরম্যান্সের জন্য বাদ পড়ার মতো ঘটনা ঘটেনি। ইনজুরি, স্বেচ্ছায় ছুটি নেওয়া কিংবা শাস্তির কারণে সাকিব বাংলাদেশ দলে ছিলেন না। চট্টগ্রামে যেই যাত্রা শুরু হয়েছিল দেশ-বিদেশ ঘুরে সেই এক্সপ্রেস ট্রেন থেমে যাচ্ছে মিরপুরের চৌকাঠে। টেস্ট নম্বর ৭২ খেলেই সাকিব তুলে রাখবেন ক্ষয়ে যাওয়া ব্যাগি গ্রিন ক্যাপ।

টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই টেস্ট খেলতে দক্ষিণ আফ্রিকা আজ সকালে ঢাকায় পৌঁছেছে। মিরপুরে প্রথম টেস্ট শুরু হবে ২১ অক্টোবর। মিরপুর টেস্ট খেলতে সাকিব বাংলাদেশে ফিরবেন বৃহস্পতিবার (১৭ অক্টোবর)।

ভারতের বিপক্ষে কিছুদিন আগে টেস্ট সিরিজ খেলেছে বাংলাদেশ। সেই স্কোয়াড থেকে কেবল বাদ পড়েছেন পেসার খালেদ আহমেদ। তার জায়গায় কাউকে নেয়া হয়নি। স্কোয়াডে সাকিব ও মিরাজসহ রয়েছেন আরো দুই স্পিনার তাইজুল ও নাঈম। রয়েছেন তিন পেসার তাসকিন, হাসান ও নাহিদ। এছাড়া ব্যাটসম্যানদের মধ্যে কোনো পরিবর্তন আসেনি।

বাংলাদেশ স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত, সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও নাহিদ রানা।

ঢাকা/ইয়াসিন/বিজয়


সর্বশেষ

পাঠকপ্রিয়