ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

আইপিএলে ‘রিটেইন’ ক্লাসেনের অবিশ্বাস্য মূল্য

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫২, ১৭ অক্টোবর ২০২৪   আপডেট: ১১:৫৪, ১৭ অক্টোবর ২০২৪
আইপিএলে ‘রিটেইন’ ক্লাসেনের অবিশ্বাস্য মূল্য

দক্ষিণ আফ্রিকার হার্ড হিটার হেনরিক ক্লাসেনকে আগামী আইপিএলের জন্যই রিটেইন করবে সানরাইজার্স হায়দরাবাদ। ২০২৫ আইপিএলের জন্য শুধু ক্লাসেনই নয়, প্যাট কামিন্স, অভিষেক শর্মা, ট্রেভিস হেড ও নিতিশ কুমার রেড্ডিকেও রিটেইন করবে গতবারের ফাইনালিস্টরা। তবে ক্লাসেনের জন্য হায়দরাবাদকে খরচ করতে হচ্ছে অবিশ্বাস্য মূল্য।

ইএসপিএন ক্রিকইনফো এক প্রতিবেদনে জানিয়েছে, ২৩ কোটি রুপি (আনুমানিক ২.৭৪ মিলিয়ন ডলার) ক্লাসেনের জন্য খরচ করবে হায়দরাবাদ। বলা হচ্ছে, কোনো রিটেইন খেলোয়াড়ের জন্য এর আগে এতোটা খরচ করেনি কোনো ফ্রাঞ্চাইজি। গত বছর তার মূল্য ছিল ৫.২৫ কোটি রুপি। ৩৩৮ শতাংশ মূল্য বেড়েছে তার।

এছাড়া অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক প্যাট কামিন্সকে ১৮ কোটি রুপি এবং অভিষেক শর্মাকে ১৪ কোটি রুপি দেবে হায়দরাবাদ। কামিন্সের মূল্য কমেছে ১২.২ শতাংশ। ৩১ অক্টোবর রিটেইন লিস্ট চূড়ান্ত করে আইপিএল কর্তৃপক্ষকে পাঠাতে হবে ফ্রাঞ্চাইজিদের। আইপিএল কর্তৃপক্ষ এবার সিদ্ধান্ত নিয়েছে, তারা দেশি-বিদেশি মিলিয়ে সর্বোচ্চ ছয় ক্রিকেটারকে রিটেইন করতে পারবে।

আরো পড়ুন:

ক্লাসেনের গত আইপিএল দুর্দান্ত কেটেছিল। ১৭১.০৭ স্ট্রাইক রেটে ৪৭৯ রান করেছিলেন। হায়দারাবাদের হয়ে দুই মৌসুমে ২৬ ইনিংসে ৯২৭ রান করেছেন দুইশর কাছাকাছি স্ট্রাইক রেটে। টি-টোয়েন্টি ক্রিকেটে এই মুহূর্তে সেরা ব্যাটসম্যানদের একজন ক্লাসেন। তার জন্য অবিশ্বাস্য মূল্য খরচ না করলে কি হয়?

ঢাকা/ইয়াসিন/বিজয়

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়