ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

বাফুফে নির্বাচন: ৫০টি মনোনয়নপত্র বৈধ, একটিতে আপত্তি  

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫৫, ১৭ অক্টোবর ২০২৪  
বাফুফে নির্বাচন: ৫০টি মনোনয়নপত্র বৈধ, একটিতে আপত্তি  

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচনে ৫০টি মনোনয়নপত্র বৈধ হয়েছে। আপত্তি পড়েছে শুধু একটিতে। তফসিল অনুযায়ী আজ বৃহস্পতিবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার ওপর আপত্তি জানানোর দিন।

শরীয়তপুর জেলা ফুটবল এসোসিয়েশনের কাউন্সিলর মোজাম্মেল হক চঞ্চল সদস্য পদপ্রার্থী মাহফুজা আক্তার কিরণের মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন আপিল কমিশনের কাছে আবেদন করেছেন। 

নির্ধারিত ৫০ হাজার টাকা ফি দিয়ে কিরণের মনোনয়নপত্র বাতিল চেয়েছেন তিনি। পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রে নাম মাহফুজা আক্তার থাকলেও মনোনয়নপত্রে মাহফুজা আক্তার কিরণ রয়েছে। নামের এই বৈসাদৃশ্যের জন্য শরীয়তপুরের কাউন্সিলর কিরণের মনোনয়ন বাতিল চেয়েছেন। 

আরো পড়ুন:

নির্বাহী কমিটিতে সভাপতি, সিনিয়র সহসভাপতি, সহসভাপতি ও সদস্য মিলিয়ে মোট পদ ২১টি। এই ২১ পদে নির্বাচনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন ৫০ জন প্রার্থী। এর মধ্যে সভাপতি পদে ২ জন, সিনিয়র সহসভাপতি ২ জন, সহসভাপতি ৬ জন ও সদস্য পদে মোট ৪০ জন নির্বাচন করবেন।

এর আগে নির্বাচনের জন্য মোট মনোনয়নপত্র জমা পড়েছিল ৫২টি। দুজন মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। বাফুফে নির্বাচন ২৬ অক্টোবর রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হবে।

ঢাকা/ইয়াসিন


সর্বশেষ

পাঠকপ্রিয়