ঢাকা     শুক্রবার   ১৮ অক্টোবর ২০২৪ ||  কার্তিক ২ ১৪৩১

সাকিব ইস্যুতে ক্ষোভ প্রকাশ সালাউদ্দিনের

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৩, ১৮ অক্টোবর ২০২৪   আপডেট: ১৬:৪৫, ১৮ অক্টোবর ২০২৪
সাকিব ইস্যুতে ক্ষোভ প্রকাশ সালাউদ্দিনের

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ দিয়েই টেস্টকে বিদায় বলতে চেয়েছিলেন সাকিব আল হাসান। তবে জনরোষের মুখে শেষপর্যন্ত দেশের মাটিতেই পা রাখতে পারেননি দেশসেরা এই ক্রিকেটার। সাকিবকে শেষ টেস্ট খেলার সুযোগ না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তার শৈশবের কোচ মোহাম্মদ সালাউদ্দিন।

শুক্রবার (১৮ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের আইডি থেকে একটি পোস্ট করেন সালাউদ্দিন। সেখানে তিনি লেখেন, ‘দেশের প্রতি, দেশের মানুষের প্রতি কখনই এতো রাগ বা কষ্ট লাগেনি। আজ কেন যেন লাগছে। আমরা মানুষ কি কখনও নিজেরা ভুল করি না? কেউ অনুতপ্ত হলে তাকে একটা সুযোগ দেয় উচিত। কিন্তু আমরা কেমন যেন হয়ে যাচ্ছি মানুষ হিসেবে। দয়া মায়া জিনিসটা আমাদের মধ্যে থেকে উঠে গেছে।’

জুলাই গণঅভ্যুত্থানের সময় সাকিব ছিলেন দেশের বাইরে। অবশ্য ছাত্র-জনতার অভ্যুত্থানে অংশ নিতে না পেরে দুঃখপ্রকাশ করেছেন তিনি। দেশের ক্রিকেটে সাকিবের অবদান তুলে ধরে সালাউদ্দিন আরও বলেন, ‘একটা মানুষ দেশের জন্য ১৭টা বছর কিছু না কিছু করেছে। আজ ক্রিকেট বিশ্ব আমাদের একটু সম্মান করে কাদের জন্য? তারা ক্রিকেট মাঠে নামতে পারবে না, এই কান্না তো সবাই দেখবে না, রাজনীতি করছে বলে এরা খু'নি?’

আরো পড়ুন:

সাকিবের সঙ্গে মাশরাফী ও তামিমকে টেনে এই কোচ আরও বলেন, ‘তারা স্ট্যাটাস না দেওয়ার কারণে আজ শত্রু।  যখন মাশরাফি ৫টা অপারেশন করে দেশের জন্য লড়াই করছে তা কি দেখেছেন? সাকিব যে আঙুলে চিড় নিয়ে বোলিং করে গেছে, তামিম এক হাতে ব্যাটিং করে গেছে কাদের জন্য? দেশকে সবাই কম বেশি ভালোবাসে, এদের ভালোবাসাটা হয়তো দেখা যায় না।’

দেশের মানুষের দুঃসময়ে সাকিব-মাশরাফীরাই ছিলেন জানিয়ে সালাউদ্দিন আরও লেখেন, ‘এদের সাথে মিশেছেন, এরা কত মানুষের  ভাত-কাপড়ের ব্যবস্থা করে দিচ্ছে জানেন আপনি? এরা কত অসহায় মানুষের চিকিৎসা করিয়েছে সেটা কি জানেন?’

সাকিব দেশের মাঠ থেকে বিদায় নিতে না পারায় ক্ষোভ প্রকাশ করেন এই কোচ। সেই সঙ্গে সবাইকে আরও বিনয়ী এবং ক্ষমাপরায়ণ হওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ‘মানুষকে মাফ করুন, আল্লাহ আমাদের অনেক অপরাধ মাফ করে দিবেন। আমরা সবাই কম বেশি অপরাধী।’

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়