ঢাকা     শনিবার   ১৯ অক্টোবর ২০২৪ ||  কার্তিক ৩ ১৪৩১

চ্যাম্পিয়ন্স ট্রফি: ভারতকে নতুন প্রস্তাব পাকিস্তানের

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৫, ১৯ অক্টোবর ২০২৪   আপডেট: ১৭:৫২, ১৯ অক্টোবর ২০২৪
চ্যাম্পিয়ন্স ট্রফি: ভারতকে নতুন প্রস্তাব পাকিস্তানের

২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের অংশগ্রহণ এখনো অনিশ্চিত। পাকিস্তানের মাটিতে খেলা হওয়ায় ভারত দল পাঠাতে সম্মত দেয়নি। ফলে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের বৈরীতা অব্যাহত রয়েছে। এবার ভারতকে রাজি করাতে নতুন প্রস্তাব দিয়েছে পাকিস্তান। সংবাদ সংস্থা পিটিআইয়ের বরাতে এমন খবর জানিয়েছে ভারতের কয়েকটি সংবাদমাধ্যম।

জানা গেছে, প্রতি ম্যাচ শেষে ভারতীয় ক্রিকেট দলকে ম্যাচের দিনই দেশে ফেরার ব্যবস্থা করার কথা বলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সে ক্ষেত্রে ভারত দিল্লি, চণ্ডীগড় কিংবা মোহালিতে ক্যাম্প করবে। সেখান থেকে চার্টার্ড ফ্লাইটে ম্যাচের ভেন্যু লাহোরে গিয়ে খেলে আবার একই দিন চলে আসবে তারা।

যদিও এখনো আনুষ্ঠানিকভাবে ভারতকে এমন প্রস্তাব দেয়নি পিসিবি। তবে তারা এমনই কিছু ভেবে রেখেছে। এমনই জানিয়েছে পিসিবির একটি সূত্র। পিসিবির সেই সূত্র পিটিআইকে বলেছে, ‘ভারত তাদের ম্যাচগুলো পাকিস্তানের মাটিতে খেলুক-এটা নিশ্চিতের জন্য কর্মকর্তাদের মধ্যে এমন বিকল্প নিয়ে কথা হয়েছে, এটা সত্য।’

আরো পড়ুন:

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের এই অনীহা যদি শেষপর্যন্ত বহাল থাকে তবে টুর্নামেন্টটি ‘হাইব্রিড মডেলে’ হওয়ার সম্ভাবনা আছে। যেটা ২০২৩ এশিয়া কাপেও হয়েছিল। সেক্ষেত্রে ভারত নিরপেক্ষ ভেন্যুতে গিয়ে খেলবে। ভেন্যু হিসেবে বেছে নেওয়া হতে পারে সংযুক্ত আরব আমিরাত বা শ্রীলঙ্কা।

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়