ঢাকা     সোমবার   ২১ অক্টোবর ২০২৪ ||  কার্তিক ৫ ১৪৩১

আফগানিস্তানে ধরাশায়ী বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:৪৬, ২০ অক্টোবর ২০২৪   আপডেট: ২৩:৫০, ২০ অক্টোবর ২০২৪
আফগানিস্তানে ধরাশায়ী বাংলাদেশ

প্রথম ম্যাচে অপেক্ষাকৃত দুর্বল দল হংকংকে হারালেও পরের ম্যাচেই ভিন্ন রূপ দেখলো বাংলাদেশ। ইমার্জিং এশিয়া কাপে গ্রুপপর্বের নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ রোববার (২০ অক্টোবর) রাতে আফগানিস্তানের কাছে ৪ উইকেটে হার মেনেছে বাংলাদেশ।

বাংলাদেশ ‘এ’ দল আগে ব্যাট করে পারভেজ হোসেন ইমনের ৫৪, তাওহীদ হৃদয়ের অপরাজিত ৪২ ও শামীম হোসেন পাটোয়ারীর অপরাজিত ৩৮ রানের ইনিংসে ভর করে ৪ উইকেটে ১৬৪ রান করে।

জবাবে এক সাদিকুল্লাহ অতলের কাছে হেরে যায় হৃদয়-শামীমরা। আফগানিস্তানের টপ অর্ডার এই ব্যাটসম্যান ৫৫ বলে ৯টি চার ও ৫ ছক্কায় অপরাজিত ৯৫ রানের ইনিংস খেলে ১৯.১ ওভারেই দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। এছাড়া শহিদুল্লাহ ১৯, জুবাইদ আকবরি ১৬ ও মোহাম্মদ ইশাক ১০ রান করেন।

আরো পড়ুন:

বল হাতে বাংলাদেশের রিপন মন্ডল ৪ ওভারে ২৬ রান দিয়ে ২টি, আলিস আল ইসলাম ৪ ওভারে ২৯ রান দিয়ে ২টি উইকেট নেন।

এই জয়ে প্রথম দুই ম্যাচের ২টিই জিতে ‘এ’ গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান নিয়েছে আফগানরা। পাশাপাশি সেমিফাইনালের পথে এগিয়ে রয়েছে। অন্যদিকে ২ ম্যাচ থেকে ২ পয়েন্ট করে নিয়ে শ্রীলঙ্কা দ্বিতীয় ও বাংলাদেশ আছে তৃতীয় স্থানে।

মঙ্গলবার রাতে তৃতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশ খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে। সেমিফাইনালে যেতে এই ম্যাচ জিততেই হবে বাংলাদেশকে।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়