ঢাকা     মঙ্গলবার   ২২ অক্টোবর ২০২৪ ||  কার্তিক ৬ ১৪৩১

‘সাকিব ভাই ছাড়া খেলি নাই তা না, কেউ ৫০ বছর খেলতে পারবে না’

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৩, ২১ অক্টোবর ২০২৪   আপডেট: ১৮:৫৫, ২১ অক্টোবর ২০২৪
‘সাকিব ভাই ছাড়া খেলি নাই তা না, কেউ ৫০ বছর খেলতে পারবে না’

সংবাদ সম্মেলনে একের পর এক বাউন্সার, তাইজুল ইসলাম হাল না ছেড়ে পুল শটে আছড়ে ফেলছেন বাউন্ডারির বাইরে। কখনো বা গ্যালারির বাইরে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঢাকা টেস্টের প্রথম দিন শেষে তাইজুলকে পাওয়া গেল অন্যরূপে।

কারণও আছে একটা। একই ঘরানার বোলার হওয়ায় তাইজুলের ক্যারিয়ার যেন চাপা পড়ে ছিল সাকিব আল হাসানের ছায়ায়। যখনই সুযোগ পেয়েছেন তখনই দুর্দান্ত পারফর্ম করে সেই ছায়া মাড়িয়ে নিজেই বের হয়েছেন। এদিনও মায়াবী ঘূর্ণি জাদুতে দলকে দেখাচ্ছেন জয়ের স্বপ্নও।

তবুও তারকা খ্যাতি না মেলায় কিছুটা যেন আক্ষেপও ঝরেছে কণ্ঠে, আসলে আমাদের দেশে সত্যি কথা বলতে কী, অনেক কিছুই মুখে মুখে হয় আর কী। মুখে মুখে বিষয়টা হলো, অনেকে আছে খারাপ করেও অনেক সময় আছে ট্রল হতে হতে তারকা হয়ে গেছে। আবার অনেক ভালো করে তারকা হতে পারেনি। এরকম অনেক হয়েছে। আমি এটা মেনে নিয়েছি। মেনে নেওয়া ছাড়া কোনো (উপায়) নাই।’

আরো পড়ুন:

সংবাদ সম্মেলনে প্রায় ২০টি প্রশ্ন হয়েছে। ১৫টিরও বেশি প্রশ্নে জুড়ে ছিল সাকিবকে নিয়ে। প্রোটিয়াদের বিপক্ষে সাকিব খেলতে পারলে হয়তো দুজনে জুটি গড়ে বোলিং করতেন, কিন্তু না থাকায় দায়িত্বটা এখন তার কাঁধেই। সংবাদ সম্মেলন শুরুও হয়েছে সাকিবের না থাকা নিয়ে।

তাইজুলের উত্তর ‘প্রথম প্রশ্ন হচ্ছে আপনার সাকিব ভাই নাই তাই তো। সাকিব ভাই নাই, সাকিব ভাই ছাড়া যে আমি খেলি নাই তা তো না। আমি থাকা পর্যন্ত অনেক ম্যাচ সাকিব ভাই ছাড়া খেলছি।’

নিজের কথা ছেড়ে তাইজুল ছুটলেন সাকিব ছাড়া দলীয় সাফল্যের দিকে, ‘আমরা নিউ জিল্যান্ডে টেস্ট জিতছি, সাকিব ভাই ছিলেন না। আমরা যখন নিউ জিল্যান্ডের সঙ্গে এখানে ম্যাচ জিতছি; সাকিব ভাই ছিলেন না। এরকম অনেক উদাহরণ আছে। আসলে আপনি তো একটা খেলোয়াড়কে ৫০ বছর খেলাতে পারবেন না।’

ঢাকা টেস্টের প্রথম দিন তাইজুল ক্যারিয়ারের ২০০তম উইকেট স্পর্শ করেছেন। এক্ষেত্রেও সাকিবকে পেছনে ফেলেছেন তিনি। তাইজুলের যেখানে লেগেছে ৮৪ ইনিংস সেখানে সাকিবের লেগেছে ৯১ ইনিংস। এই বাঁহাতি স্পিনার প্রার্থনা করতে বললেন যাতে সাকিবের মতো আরেকজন ক্রিকেটার আসে।

এই বাঁহাতি স্পিনার বলেন, ‘কখনো একজন আসবে, একজন যাবে। ১০ বছর, ১৫ বছর, খুব বেশি হলে ২০ বছর; এটা আমাদের মেনে নিতেই হবে। আসলে কোনো সন্দেহ নেই উনি অনেক ভালো খেলোয়াড় ছিল। কিন্তু আমরাও দোয়া করবো, আপনারাও দোয়া করবেন উনার মতো যেন আরেকজন আসে বা এখন যারা আছে তারাও যেন ভালো পারফরম্যান্স করে।’

টস জিতে ব্যাটিং করতে নেমে প্রথম ইনিংসে সুবিধা করতে পারেনি বাংলাদেশ। অলআউট হয় মাত্র ১০৬ রানে। প্রোটিয়ারা খেলতে নেমে ৬ উইকেটে করে ১৪১ রান। বাংলাদেশের সামনে লিড ৩৪ রান। তাইজুল একাই নেন ৫ উইকেট।

এর আগে বলেছিলেন ক্যারিয়ারে তিন’শ উইকেটের বেশি নিতে চান। সেই কথা ধরে হয়েছিল প্রশ্ন। তাইজুল এবার খুব হিসেবি, ‘আগে কয়টা টেস্ট আছে হিসেব করতে দেন। এখন ৫ বছরে যদি ১০টা টেস্ট হয় তাহলে তো হবে না (হাসি)।’

রিয়াদ/আমিনুল


সর্বশেষ

পাঠকপ্রিয়