নেইমারের মাঠে ফেরার দিনে জিতলো আল হিলাল
ব্রাজিলিয়ান ভক্তরা দীর্ঘদিন অপেক্ষায় ছিলেন নেইমারের মাঠে ফেরার। তাদের সেই অপেক্ষা ফুরালো ৩৬৯ দিন পর। আল হিলালের জার্সি গায়ে মাঠে নামার মধ্যে দিয়ে ব্রাজিলিয়ানদের সুখবর দিলেন নেইমার। ব্রাজিলিয়ান তারকার ফেরার দিনে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে আল আইনের মাঠে ৫-৪ গোলে জিতেছে আল হিলাল।
বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে গেল বছর ১৮ অক্টোবর উরুগুয়ের বিপক্ষে ম্যাচে বাঁ হাঁটুতে চোট পেয়েছিলেন নেইমার। নেইমারের ইনজুরি মানেই বড় একটা ধাক্কা। এই যাত্রায়ও সেটাই হলো। এসিএল চোটের কারণে তাকে যেতে অস্ত্রোপচারের টেবিলে। অস্ত্রোপচারের পর শুরু হয় তার পুনর্বাসন প্রক্রিয়া।
মাঠে নামার দিন আলো ছড়িয়েছেন নেইমার। নেমেই তৈরী করেছিলেন গোলের সুযোগ। আলেক্সান্ডার মিত্রোভিচের সঙ্গে পাস আদান প্রদান করে বক্স থেকে শট নেওয়ার সুযোগ তৈরি করেছিলেন। শট নিলেও আল আইন গোলকিপার খালিদ ঠেকিয়ে দেন।
নেইমারের ফেরার ম্যাচে আল হিলালের জয়ের নায়ক সালেম আল দাসারি। আল হিলারের হয়ে হ্যাটট্রিক করেন তিনি। প্রতিপক্ষের হয়ে হ্যাটট্রিকের স্বাদ পান সুফিয়ান রাহিমি।
আল হিলালের হয়ে এখন পর্যন্ত মোটে ৫টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন নেইমার। তাকে সৌদি প্রো লিগে এখনো নিবন্ধিত করতে পারেনি আল হিলাল। জানুয়ারির আগে নিবন্ধিত করার সুযোগ না থাকায় আপাতত সৌদি প্রো লিগের ম্যাচে নেইমারকে দেখা যাবে না। তবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলতে পারবেন।
ঢাকা/বিজয়