ঢাকা     মঙ্গলবার   ২২ অক্টোবর ২০২৪ ||  কার্তিক ৬ ১৪৩১

এবার প্রথম থেকে তৃতীয় বিভাগ ক্রিকেটে কোটি টাকার স্পন্সর 

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৩, ২২ অক্টোবর ২০২৪  
এবার প্রথম থেকে তৃতীয় বিভাগ ক্রিকেটে কোটি টাকার স্পন্সর 

কদিন আগেই জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) স্পন্সরশীপ থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয় করেছে ২ কোটি টাকা। এবার ঢাকার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগ ক্রিকেট লিগের ২০২৪-২৫ মৌসুমের জন্য এলো কোটি টাকার স্পন্সর। 

এনসিএলে স্পন্সরশীপ নিয়েছে মধুমতি ব্যাংক। আর ঢাকার এই ক্রিকেট লিগের জন্য স্পন্সরশীপ নিয়েছে মেঘনা ব্যাংক। 

মঙ্গলবার (২২ অক্টোবর) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঢাকা টেস্ট চলাকালীন এক সংবাদ সম্মলেনে মেঘনা ব্যাংককে স্পন্সরশীপ প্রতিষ্ঠানের নাম হিসেবে ঘোষণা করা হয়।

আরো পড়ুন:

এ সময় বিসিবির পরিচাল ফাহিম সিনহা, মেঘনা ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর কিমিওয়া সাদাত এবং ব্যাংকটির মার্কেটিং ও কমিউনিকেশন বিভাগের প্রধান মোয়াজ্জম হোসেন জুয়েল প্রমুখ উপস্থিত ছিলেন। 

ঢাকা তৃতীয় বিভাগ ক্রিকেট লিগ শুরু হবে ২৫ অক্টোবর থেকে। শেষ হবে ২০ নভেম্বর। ২০টি দলের এই লিগে ম্যাচ হবে ১২৪টি। খেলা হবে পিকেএসপি, ঢাকা বিশ্ববিদ্যালয়, মিরপুর সিটি ক্লাব গ্রাউন্ড ও নারায়াণগঞ্জে। 

দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগ শুরু হবে ১ মাস পর। ২০ নভেম্বর শুরু হয়ে শেষ হবে ১০ জানুয়ারি। ২৪ দলের এই লিগে ম্যাচ হবে ১৬৮টি। তৃতীয় বিভাগের ভেন্যুগুলোর সঙ্গে এই লিগে যুক্ত বিকেএসপির দুটি ভেন্যু। 

আর সবশেষ ২০২৫ সালের ১২ জানুয়ারিতে শুরু হবে প্রথম বিভাগ ক্রিকেট লিগ। বিকেএসপি, পিকেএসপি ও কেরানিগঞ্জে লিগটি হবে। ২০ দলের অংশগ্রহণে ম্যাচ হবে ১২৪টি। 

ঢাকার বিভাগীয় এসব ক্রিকেট লিগের মান নিয়ে ব্যাপক সমালোচনা হয়ে থাকে। বিশেষ করে উইকেটসহ বলের মানও ঠিক থাকে না। এবার সবকিছু যাতে ভালোভাবে হয় সেই কাজ বোর্ড করছে বলে জানিয়েছেন বিসিবি পরিচালক ফাহিম সিনহা।  উইকেট নিয়ে তিনি বলেন, ‘আমাদের উইকেট উন্নত করা নিয়ে আলোচনা চলছে। গ্রাউন্ডস বিভাগ এটা নিয়ে কাজ করছে।’

ঢাকা/রিয়াদ/বিজয়

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়